পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা এনাম | *8 。 অনুগ্রহ করিলেন, ইহাই স্পষ্ট মনোরথ সিদ্ধি। ১৭। যদি ঈশ্বর ক্লেশদান করেন তবে তিনি ব্যতীত তাহার নিবারণকারী নাই ; যদি তিনি কল্যাণ বিধান করেন তবে তিনি সর্বের্বাপরি ক্ষমতাশালী। ১৮। এবং তিনি স্বীয় দাসদিগের উপর পরাক্রান্ত ও তিনি নিপুণ ও জ্ঞাত। ১৯। জিজ্ঞাসা কর, কোন বস্তু সাক্ষাদান বিষয়ে শ্রেষ্ঠ ? তুমি বল, “তোমাদের ও আমার মধ্যে ঈশ্বরই সাক্ষী ; তিনি এই কোৱাণ আমার প্রতি প্রত্যাদেশ করিয়াছেন যেন এতদ্বারা আমি তোমাদিগকেও যাহারা পথ প্রাপ্ত হইয়াছে তাহাদিগকে সাবধান করি, তোমরা কি সাক্ষ্য দান করিতেছ যে পরমেশ্বরের সঙ্গে অপর পরমেশ্বর সকল আছে ? ” বল, “ আমি সাক্ষ্য দান করি না * বল, “তিনি এক পরমেশ্বর বৈ নহেন, এবং তোমরা যে অংশী নিৰ্দ্ধারণ করিয়া থাক নিশ্চয় আমি তাছা হইতে বিমুখ ।” ২০ । যাহাদিগকে আমি গ্রন্থ দান করিয়াছি তাহারা আপন সন্তানদিগকে যেরূপ জ্ঞাত তদ্রপ हेश् छठांउ, शांक्षांब्रां यां°न छौवहनव्र अमिझे कब्रिग्नां८छ् ऊांक्षङ्गाँ বিশ্বাস করে না । ২১ । ( র, ২ ) ষে ব্যক্তি ঈশ্বরের প্রতি অসত্যারোপ করিয়াছে অথবা তাহার নিদর্শন সকলকে অসত্য বলিয়াছে তাহা অপেক্ষ কে অধিক অত্যাচারী ? নিশ্চয় অত্যাচারিগণ উদ্ধার পাইবে না ২২ } (স্বরণ কর ) সেই দিন আমি এক যোগে তাহাদিগকে সমুখাপন করিব, তৎপর যাহারা অংশী স্থাপন করিয়াছে তাহাদিগকে জিজ্ঞাসা করিব যে তোমাদের সেই অংশিগণ কোথায় ? তোমর যাহাদিগের গৰ্ব্ব করিতেছিলে । ২৩ । তৎপর তাহার এই বলিবে যে “ আমাদের প্রতিপালক পরমেশ্বরের শপথ আমরা ছিলাম না, এতদ্ভিন্ন তাহীদের ছলনা থাকিবে না। ২৪ ।