পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা ইয়নস। * দশম অধ্যায় । ১•১ আয়ত, ১১ রকু । (দাতা ও দয়ালু পরমেশ্বরের নামে প্রবৃত্ত হইতেছি। ১ ) এই আয়ত সকল অটল। ২। মানবমণ্ডলীর সম্বন্ধে কি আশ্চর্য যে আমি তাহাদের এক ব্যক্তির প্রতি প্রত্যাদেশ করি যে তুমি লোকদিগকে ভয় প্রদর্শন কর এবং যাহারা বিশ্বাসী হইয়াছে তাহাদিগকে সুসংবাদ দান কর যে তাহাদের জন্য তাহাদিগের প্রতিপালকের নিকটে সমুচিত পদ আছে ? কাফেরগণ বলিল যে নিশ্চয় এ স্পষ্ট ঐন্দ্রজালিক। ৩ । সত্যই তোমাদের প্রতিপালক সেই পরমেশ্বর যিনি ছয় দিনে স্বৰ্গ মৰ্ত্ত্য স্বজন করিয়াছেন, তদনন্তর সিংহাসনের উপর অবস্থান করিয়া কাৰ্য নিৰ্ব্বাহ করিতেছেন, তাহার আদেশের পর কোন শফি (মুক্তির অনুরোধকারী ) নাই, ইনিই তোমাদের প্রতিপালক পরমেশ্বর, অতএব ই হাকে অর্চনা

  • m-.
  • এই সূরা মক্কাতে অবতীর্ণ হয়। এই সুরার আরম্ভ স্বচক ব্যবচ্ছেদক অক্ষর রা। এলমোলহুদি নামক মহাত্মা বলিয়াছেন যে পরমেশ্বর আপন ইচ্ছানুসারে সুরার নাম রাখিয়াছেন। রা এই শব্দের অর্থ আমি পরমেশ্বর “রহমাণ” (পুনর্জীবনদাতা । ) বছরোল হকারেকে উল্লিখিত হইয়াছে যে পরমেশ্বর হইতে তাস্থার বন্ধুর প্রতি ইঙ্গিতস্বচক উপরি উক্ত অক্ষর (ত, হে, )

8ぐ2