পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা ইয়ুসোফ । 883 যখন দয়া করেন সেই সময় ব্যতীত নিশ্চয় জীবন পাপেতে প্রবওঁক হয়, সত্যই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু”। ৫৪। এবং রাজা বলিল “তাহাকে আমার নিকটে উপস্থিত কর, আমি আপন জীবনের জন্য তাহাকে বিশেষত্ব দান করিব ;” অনন্তর যখন ( রাজা) তাহার সঙ্গে কথোপকথন করিল তখন বলিল (হে ইয়ুসোফ, ) “নিশ্চয় তুমি অদ্য আমাদের নিকটে পদস্থ বিশ্বস্ত ;” সে বলিল “ভূমির ধনভাণ্ডার সম্বন্ধে তুমি আমাকে নিযুক্ত কর, নিশ্চয় আমি সংরক্ষক ও বিজ্ঞ”। ৫৫ ৷ এইরূপে আমি সেই দেশে ইয়ুসোফকে স্থান দান করিলাম, সেই স্থানের যথা ইচ্ছ। সে স্থান গ্রহণ করিতেছিল, আমি যাহাকে ইচ্ছা করি তাহার প্রতি আপন কৃপা প্রেরণ করিয়া থাকি, আমি সৎকৰ্ম্মশালদিগের পুরস্কার বিনষ্ট করি না । ৫৬। যাহারা বিশ্বাস স্থাপন করিয়াছে ও তিতিক্ষু হইয়াছে তাহাদের জন্য পারলৌকিক পুর স্কারই উত্তম * । ৫৭ ৷ (র, ৭ ) এবং ইয়ুসোফের ভ্রাতৃবর্গ উপস্থিত হইল, অবশেষে তাহার তাছার নিকটে আগমন করিল, তখন সে তাহাদিগকে চিনিল AMA- to ooo-oo: নহে, আমি বিশ্বাস ঘাতকতা করি নাই, অজিজ ইহা বুঝিতে পারেন এজন্যই এরূপ প্রার্থনা করিয়াছি। (ত, হো, ) .

  • এই ক্ষণ পূৰ্ব্বোক্ত প্রশ্নের উত্তর হইতেছে, যথা তুর্ভিক্ষ নিপীড়িত হইয়। এব্রাহিমের সন্তানগণ শামদেশ হইতে মেসরে আগমন করে, এবং বিবৃত হইয়াছে যে মহাত্ম। ইয়ুসোফকে ভঁাহার ভ্রাতৃবর্গ লাঞ্ছিত ও অপমানিত করিয়া নির্বাসিত করিয়াছিল, পরে পরমেশ্বর তাহাকে সম্মানিত করিয়া একটি রাজ্যের উপর কর্তৃত্ব প্রদান করিলেন। হজরত মোহম্মদের সম্বন্ধেও এইরূপ অবস্থা ঘটয়াছে। (ত, শা, ) , *