পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(tb" কোয়াণ শরিফ । দিগ হইতে মুখ ফিরাইল, এবং বলিল “হয়; ইয়ুসোফের সম্বন্ধে আমার আক্ষেপ ;” এবং শোকেতে তাহার চক্ষু শুভ্ৰ হইয়া গিয়াছিল, ও সে দুঃখ পূর্ণ ছিল। ৮৪ । তাহারা বলিল “ঈশ্বরের শপথ, তুমি সৰ্ব্বদা ইয়ুসোফকে স্মরণ করিতেছ এতদূর পর্য্যন্ত যে তুমি রোগগ্ৰস্ত হইবে অথবা মৃত্যুগ্রস্তদিগের ( একজন ) হইবে” । ৮৫ । সে বলিল “ঈশ্বরের নিকটে আমি আমার শোক ও দুঃখের কুৎসা করিতেছি বৈ নহে, তোমরা যাহা জানিতেছ না, ঈশ্বর দ্বারা তাহা আমি জ্ঞাত আছি । ৮৬ । হে আমার পুত্রগণ, গমন কর, অনন্তর ইয়ুসোফ ও তাহার ভ্রাতার অনুসন্ধানকর এবং ঈশ্বরের কৃপায় নিরাশ হইও না, বাস্তবিক ধৰ্ম্মদ্রোহী সম্পূ দায় ব্যতীত ঈশ্বরের কৃপায় নিরাশ হয় না * । ৮৭। অন so to ചl-l • ইয়কুৰ মেসরাধিপতির নিকটে এই মৰ্ম্মে পত্র লিখিয়াছিলেন যথা – “আমি এস্হাকের পুত্র এব্রাহিমের পৌত্র ইয়কুব, আমরা দুঃখ বিপদের আশ্রিত, নমরুদ আমার পিতামহকে হস্ত পদ বন্ধন করিয়া অগ্নিতে বিসর্জন করিয়াছিল, পরমেশ্বর তাহাকে উদ্ধার করেন, আমার পিতা এস্হাকের গলদেশে ছুরিক অর্পিত হইয়াছিল, পরে ঈশ্বর তাহার বিনিময়ে এক মেষকে বলিরূপে প্রেরণ করেন। আমার এক পুত্র ছিল, তাহাকে আমি সকল পুত্র অপেক্ষ অধিকতর স্নেহ করিতাম, তাহার ভ্রাতৃগণ তাহাকে অরণ্যে লইয়া যায়, শোণিতলিপ্ত বস্ত্র আমাকে অপর্ণ করিয়া বলে যে সেই ভ্রাতাকে ব্যান্ত্রে ভক্ষণ করিয়াছে, আমি তাহার বিচ্ছেদে এরূপ ক্ৰন্দন । করিয়াছি যে তাহাতে আমার চক্ষুর তারা শুভ্ৰ হইয়া গিয়াছে। তাহার এক সহোদর ভ্রাতা ছিল, ভদ্বারা আমি লাম্বন লাভ করিড়েছিলাম। আপনি তাহাৰুে চোর বলিয়া আবদ্ধ করিয়া রাখিয়াছেন। আমরা ঈদৃশ বংশের লোক নহি যে চুরি করিব কি আমাদের দ্বারা চুরি হইতে পারে। যদি আপনি সেই বালককে প্রত্যপণ করেন ভালই নচেৎ অভিসম্পাত করিব যে আপনার সস্তানের প্রডি তাহ ফলিবে।” ইয়কুব এই প্রকার পত্র লিখিয়া সভানগণের নিকটে অর্পণ করেন। এবং তৈল কাপাস ও পনির ইত্যাদি কিঞ্চিৎ মূলধন সংগ্ৰহ করিয়া