পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরা ইয়ুসোফ। । 843 দিতেছি? আমি আতিথেয় শ্রেষ্ঠ * । ৫৯। পরন্তু যদি তাহাকে আমার সমীপে আনয়ন না কর তবে আমার নিকটে তোমাদের জন্য ( শস্যের) সেই পরিমাণ নাই, ও তোমরা আমার নিকটবর্তী হইও না । ৬০ । তাহারা বলিল “সত্বর আমরা ஆகயாக ജആഞ്ഞ്ജആജ്ജ്ജ്ജ് അ க . بیبیسی برای دستیابی= ==הקשה דדהם তেছে, ভূমি অমুমতি করিলে আমরা সেখানে যাইয়। অল্পক্লিষ্ট কেনানবাপীদিগের জন্য অল্প জানয়ন করিতে পারি। ইয়কুব এ বিষয়ে সম্মতি দান করিলেন, মহাপুরুষ ইয়ুসোফের সহোদর ভ্রাতা বেনয়ামিন ব্যতীত অন্য দশ ভ্রাতা এক একটি উষ্ট্র ও কিছু মূল ধন সঙ্গে করিয়া মেসরে যাত্রা করিলেন। বেনয়ামিনের জন্য শস্য আনয়ন করিতে একটি উঠু লইয়া গেলেন। চল্লিশ বৎসর অন্তে ইয়ুসোফের সঙ্গে তাহাদের সাক্ষাৎ হয়, এই দীর্ঘকালের আদর্শন নিবন্ধন তাহার। র্তাহাকে চিনিতে পারিল না । (ত, হে, ) ., = * ইয়ুসোফ তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন “ তোমরা কে ? তোমাদিগকে গুপ্ত চরের ন্যায় বোধ হইতেছে।” তাহারা বলিল “মহারাজ, ঈশ্বরের শপথ করিয়া বলিতেছি যে আমরা তাহ নহি, আমরা সকলে এক পিতার পুত্র, আমাদের পিতার নাম ইয়কুৰ ও তাহার অপর নাম এ লায়েল।” ইয়ুসোক জিজ্ঞাসা করি লেন “তোমাদের পিতার কয়জন সন্তান ?” তাহারা বলিল “উহার দ্বাদশ পুত্র ছিল, শৈশবাবস্থায় এক পুত্রকে ব্যান্ত্রে ভক্ষণ করিয়াছে, এবং এক জনকে পিত। আপন সেবার জন্য নিকটে রাখিয়াছেন, আমরা দশ লাত উপস্থিত হইয়াছি।” ইয়ুসোক জিজ্ঞাসা করিলেন “এস্থামে এমন কেহ আছে যে তোমাদিগকে চিনে ?” তাহার। বলিল “মেসরে এমন কেহই নাই যে আমাদের পরিচয় রাখে।” ইয়ুলোক বলিলেন “এক জন এখানে থাকিয়া ভোমরা সকলে কেনানে প্রতিগমন কর এবং উক্ত ভ্রাতাকে লইয়। আইল। তদনুসারে শমুন নামক ব্যক্তি মেসরে স্থিতি করিল, গোধুম পুঞ্জসহ অপর ভ্রাতৃবর্গ কেনানে চলিয়া গেল। (ত, হে ) t ইস্কুলোফ প্রত্যেক দশ ভ্রাতার জন্য এক একটি উষ্ট্রের বহন যোগ্য গোধুৰ নির্ধারিত করিাছিলেন, তাহারা গৃহস্থিত ভ্রাতার জন্যও সেই পরিমাণ গোত্ৰ প্রার্থনা করিয়াছিল। ইয়ুসোক বলিলেন "আমি লোক সঙ্খ্যানুসারে দান করিয়া