পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

343 কোরাণ শরিফ। এবং যখন তাহারা ইয়ুসোফের সন্নিধানে প্রবেশ করিল তখন সে আপনার সমীপে স্বীয় ভ্রাতাকে স্থান দান করিল, বলিল, “সত্যই আমি তোমার ভ্রাতা, অতএব তাহারা যাহা করিতেছিল তজ্জন্য দুঃখিত হইও না” * । ৬৯ ৷ অনস্তর যখন সে তাছাদের জন্য তাহাদের সামগ্রীর আয়োজন করিল তখন স্বীয় ভ্রাতার দ্রব্যাধারে একটি জলপাত্র রাখিয়া দিল, পরে নিনাদকারী নিনাদ করিল যে “হে বণিকদল, নিশ্চয় তোমরা চোর”

  • যখন ইয়কুবের সস্তানগণ ইয়ুসোফের নিকটে উপস্থিত হইয়াছিল তখন ইয়ুসোফ আবরণে আবৃত হইয়। সিংহাসনে বসিয়াছিলেন, জিজ্ঞাসা করিয়াছিলেন যে তোমরা কে ? তাহার। বলিল আমরা কেনান নিবাসী, আপন ভ্রাতাকে জানয়ন করিবার জন্য ভূমি আমাদিগকে আজ্ঞা করিয়াছিলে, আমরা বিশেষ অঙ্গীকারে বদ্ধ হইয়া তাহাকে পিতার নিকট হইতে চাহিয়া লইয়। আসিয়াছি । অনস্তর ছয়খানা ভোজনপত্র তাহাদের নিকটে স্থাপন করিয়া ইয়ুসোফ বলিলেন “তোমরা এক পিতার ঔরসে এক মাতার গর্ভজাত দুই দুই জন ভ্রাতা এক এক ভোজনপাত্রে ভোজন কর ;” তদনুসারে তাহারা দুই জন করিয়া এক এক ভোজন পাত্রে বসিয়া গেল। বেনযামিন একাকী রহিল । সে ক্রমদন করিতে করিতে অজ্ঞান হইয়। পড়িল । কিয়ৎক্ষণাস্তর সে চৈতন্য লাভ করিলে ইয়ুসোফ জিজ্ঞাসা করিলেন “কেনানী যুবক, তোমার কি হইয়াছিল যে সংজ্ঞাহীন হইয়া পড়িয়াছিলে ।” তখন সে বলিল “মহাশয় যাচারা সহোদর ভ্রাতা তাহারা দুই জন করিয়া এক এক ভোজনপত্রে ভোজন করে আপনি এরূপ আদেশ করিয়াছেন, আমার সহোদর ভ্রাতার নাম ইয়ুসোফ ছিল, তাহাকে স্মরণ হইল, মনে মনে ভাবিলাম যে তিনি যদি আমার সঙ্গে এই ভোজনে যোগ দিতেন আমি একাকী থাকিস্তাম না, ইঙ্গ ভাবিতে ভাবিতে অনুরাগানল জস্তরে প্রজলিত হইয় উঠে, তাছাই আমার রোদন করার ও অচৈতন্য হওয়ার কারণ ” ইয়ুসোফ বলিলেন “এল আমি তোমার ভাই হইয় এক ভোজ্যপাত্রে ভোজন করি” অনন্তর স্থামান্তরে উভয়ে ভোজনে প্রবৃত্ত হইলেন, ইয়ুসোফ যবনিকার ভিতরে রছিলেন তথাহইয়া ভোজ্যপাত্রে হস্ত প্রসারণ করিলেন । বেনয়ামিন ইয়ুসোফের হস্ত নিরীক্ষণ করিয়া ক্ৰন্দন করিতে