পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা এব্রাহিম। । ৪৭৯ করিতে ভিন্ন প্রেরণ করি নাই, অনন্তর ঈশ্বর যাছাকে ইচ্ছা হয় বিভ্রান্ত করেন ও যাহাকে ইচ্ছা হয় পথ প্রদর্শন করিয়া থাকেন, তিনি পরাক্রান্ত ও নিপুণ । ৫। সত্য সত্যই আমি স্বীয় নিদর্শন সহ মুসাকে প্রেরণ করিয়াছিলাম, ( বলিয়াছিলাম) যে স্বজাতিকে অন্ধকার হইতে জ্যোতির দিকে বাহির কর, এবং ঐশ্বরিক দিবস সম্বন্ধে তাহাদিগকে উপদেশ দেও * নিশ্চয় তাহাতে প্রত্যেক সহিষ্ণু ও কৃতজ্ঞ লোকদিগের জন্য নিদর্শন সকল আছে। ৬। ( স্মরণ কর) যখন মুসা সম্প্রদায়কে বলিল “তোমাদের প্রতি ঈশ্বরের দান স্মরণ কর, যখন তিনি তোমাদিগকে ফেরওনের স্বগণ হইতে উদ্ধার করিলেন, তাহার তোমাদের প্রতি কুৎসিত শাস্তি প্রয়োগ করিতেছিল ও তোমাদের পুত্রদিগকে বধ করিতেছিল এবং তোমাদের কন্যাদিগকে জীবিত রাখিতেছিল এবং ইহার মধ্যে তোমাদের প্রতিপালক হইতে মহা পরীক্ষা ছিল। ৭ । ( র, ১ ) সেই সময় তোমাদের প্রতিপালক জ্ঞাপন করিয়াছিলেন ষে “যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্য তোমাদিগকে অধিক দিব, এবং যদি তোমরা বিদ্রোহিত কর তবে নিশ্চয় আমার শাস্তি কঠিন ”। ৮। এবং মুসা বলিয়াছিল যে “যদি তোমরা ধৰ্ম্মদ্রোহী হও ও যাহারা পৃথিবীতে আছে তাহারা সকলে (ধৰ্ম্মদ্রোহী হয়, ) তথাপি নিশ্চয় ঈশ্বর প্রশংসিত, নিশ্চিম্ভ । ৯ । মুহীয় ও আদীয় ও সমুদীয় সম্পদায় যাহার তোমাদের পূৰ্ব্বে • পূৰ্ব্বে যে সকল দিবসে পরমেশ্বর কাফের দিগকে শান্তি দিয়াছেন সে সমস্ত দিবস বিষয়ে ভূমি তাহাদিগকে উপদেশ দেও, অথবা তাহ স্মরণ করিতে দেও ! ( ভ, হে, )