পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8× \) কোরাণ শরিফ তুমি স্বীয় সলিলকে গ্রাস কর, ওহে আকাশ, তুমি নিবৃত্ত হও ; * এবং জল শুষ্ক হইল ও কাৰ্য্য সমাপ্ত হইল, এবং জুদিগিরিতে (নৌকা) স্থির হইল, এবং অত্যাচারীলোকদিগকে দূর হউক, বল৷ হইল। ৪৫ । এবং মুহ স্বীয় প্রতিপালককে ডাকিল পরে বলিল “হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার পুত্র আমার স্বগণ সম্বন্ধীয়, নিশ্চয় তোমার অঙ্গীকার সত্য, এবং তুমি আজ্ঞাদাতাদিগের মধ্যে শ্রেষ্ঠ আজ্ঞা দাতা” শী । ৪৬। তিনি বলিলেন “হে নুহ, নিশ্চয় সে তোমার স্বগণ সম্বন্ধীয় নহে, নিশ্চয় তাহার কার্য অযোগ্য, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি তাহা আমার নিকটে প্রার্থনা করিও না, সত্যই আমি তোমাকে উপদেশ দিতেছি যে তুমি মুখদিগের ( একজন ) হইতে (নিবৃত্ত ) হও ” ৪৭ । সে বলিল “হে আমার প্রতিপালক, সত্যই আমি তোমার শরণাপন্ন হইতেছি যে, যে বিষয়ে আমার জ্ঞান নাই আমি তোমাকে তাহার প্রশ্ন করিয়াছি, যদি তুমি আমাকে ক্ষমা না কর ও আমাকে দয়া না কর আমি ক্ষতিগ্রস্তদিগের ( একজন ) হইব’ । ৫৮। বল হইল “হে নুহ, আমা হইতে শাস্তি সহকারে ও

  • মহাপুরুষ মুহ কুফা নগর হইতে কিম্বা হিন্দুস্থান হইতে অথবা দ্বিপান্তর্গত অয়নওরদ নামক স্থান হইতে নৌকায় আরোহণ করিয়াছিলেন, তরণী সমুদায় পৃথিবী ভ্রমণ করিয়াছিল। জলপ্লাবন নিঃশেষিত ও ধৰ্ম্মদ্রোহিদল জলমগ্ন হইলে পর এইরূপ আজ্ঞা হয় । (ত, হে, ) - . - চল্লিশ দিন অবিছিন্ন বৃষ্টিপাত ও মৃত্তিকার নিম্ন হইতে জল উত্থিত হইয়াছিল। ছয় মাস অস্তে জলের হ্রাস হয় ও পৰ্ব্বভের চূড়া সকল প্রকাশ পায়, শামদেশের অন্তর্গত জদি শৈলে যাইয়৷ পোত সংলগ্ন হয়। (ত, শা) । - + 4क उर्षT ८डी शृङ्गाअख श्बारह, ७३थ१ छूमि शूबरक इञ्च ब्रकी कब्र না হয় বিমাশ কর । (ত, শা, ) - ", ,