পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থর ইয়ুসোফ। । ৪৬৩ প্রচারের জন্য) কোন পুরস্কার প্রার্থনা করিতেছ না, ইহা জগদ্ধাসীদিগের জন্য উপদেশ বৈ নহে। ১০৪ (র, ১১ ) । এবং আকাশে ও গৃথিবীতে ( এমন) কত নিদর্শন আছে যাহার উপর তাহারা সঞ্চরণ করিতেছে এবং তাহার। তাছা হইতে মুখ ফিরাইতেছে। ১০৫। তাহাদের অধিকাংশেই ঈশ্বরের প্রতি বিশ্বাস করে না, এবং কিন্তু তাহার অংশী নিৰ্দ্ধারণকারী। ১০৬ ৷ অনন্তর তাহাদের নিকটে যে ঈশ্বরের দণ্ডের যন্ত্রণ আসিবে কিম্বা অকস্মাৎ কেয়ামত তাহাদের নিকটে উপস্থিত হইবে তাহা হইতে কি তাহারা নির্ভয় হইয়াছে ? এবং তাহারা জানিতেছে না ১৯৭। তুমি বল, “ইহাই আমার পন্থা, আমি ঈশ্বরের প্রতি আহ্বান করিতেছি, আমি ও যে ব্যক্তি আমার অনুসরণ করে সে চক্ষুষ্মান, ঈশ্বরেরই পবিত্রতা, আমি অংশীবাদী দিগের (একজন ) নহি, । ১০৮। এবং গ্রামবাসীদিগের যাহাদের প্রতি আমি প্রত্যাদেশ করিয়াছি তাহারা ভিন্ন ( অন্য) পুরুষদিগকে তোমার পূৰ্ব্বে আমি প্রেরণ করি নাই, অনন্তর তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ? তাহ হইলে তাহাদের পূৰ্ব্বে যাহারা ছিল তাহাদের কিরূপ পরিণাম হইয়াছে তাহারা দেখিত যাহার ধৰ্ম্মভীরু হইয়াছে নিশ্চয় তাহাদের জন্য পারলৌকিক আলয় উত্তম, পরন্তু তোমরা কি বুঝিতেছ না ? । ১০৯। যে অবধি প্রেরিত পুরুষগণ নিরাশ হইল এবং মনে করিল যে তাহারা মিথ্যা বলিতেছে, * তদবধি তাহাদের নিকটে আমার সাহায্য উপস্থিত . يد سعية تنقلب _ _ ஆக

  • প্রেরিত পুরুষগণ মনে করিল যে কাফের লোকের বিশ্বাসের অঙ্গী কারে তাহাদের সঙ্গে মিথ্যা বলে। (ত, হে, )