পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8४९ কোরাণ শরিফ । পালক তাহা সত্য করিয়াছেন, এবং যখন আমাকে তিনি কারাগার হইতে বাহির করিলেন নিশ্চয় তখন আমার প্রতি উপকার বিধান করিলেন, এবং তোমাদিগকে অরণ্য হইতে ও আমার ও আমার ভ্রাতৃগণের মধ্যে যে শয়তান বিরোধ উপস্থিত করিয়াছিল তাহাহইতে লইয়া আসিলেন, নিশ্চয় আমার প্রতিপালক যাহাকে ইচ্ছা করেন তাহার প্রতি কোমল ব্যবহারকারী হন, নিশ্চয় তিনি জ্ঞাতা ও নিপুণ * । ১০০ । হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্যদান করিয়াছ এবং বৃত্তান্তের ব্যাখ্যা করিতে শিক্ষা দিয়াছ, তুমি স্বর্গ ও পৃথিবীর স্বষ্টি কর্তা, ও তুমি সংসার ও পরলোকে বন্ধু, আমাকে বিশ্বাসী অবস্থায় মৃতু্যগ্রস্ত করিও এবং সাধুদিগের সঙ্গে আমাকে মিলিত করিও । ১০১ । (হে মোহম্মদ, ) ইহা অব্যক্ত সংবাদাবলী, আমি তোমার প্রতি ইহা প্রত্যাদেশ করিতেছি, ণ এবং যখন তাহারা আপন কার্যের যোজনা করিয়াছিল ও তাহার ছলনা করিতেছিল তখন তুমি তাহাদের নিকটে ছিলে না । ১০২ ৷ এবং যদি তুমি বিশ্বাসী হইবার জন্য উত্তেজনা কর, অধিকাংশ লোক (তাহাতে সম্মত) নয়। ১০৩। তুমি তাহাদের নিকটে ইহার জন্য (কোরাণ

  • সুখ সম্পদ পরমেশ্বরের কৃপায় তুঃখ বিপদ শয়তানের প্ররোচনায় হইয়াছে এরূপ লিখিত হইল । পূৰ্ব্বে মৃগ্নিৰ্ম্মিত আদমকে অসিস্তুত দেবতাগণ নমস্কার করিয়াছিলেন, এইক্ষণ ঈশ্বরোদ্দেশ্যে ব্যতীত নমস্কার করার বিধি নাই, কিন্তু ইয়ুসেফের সময়ে এই রীতি প্রচলিত ছিল । (ত, শ, )

অথাৎ তওরয়তে ও পূৰ্ব্বতন গ্রন্থ সকলে ইহার উল্লেখ নাই, ইহা নুতন ব্যক্ত হইল। (ত, শ, )