পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা হুদ। । 895 ১০৭ । এবং কিন্তু যাহারা ভাগ্যবান পরে তাহারা স্বর্গোদানে থাকিবে, তোমার প্রতিপালকের ইচ্ছা হওয়া ব্যতীত যে পর্যন্ত আকাশ ও পৃথিবীর স্থিতি সে পর্যন্ত তাহারা তথায় নিত্যস্থায়ী, ( তাহার) অবিচ্ছিন্ন দান । ১০৮ ৷ অনন্তর ইছারা যাহাকে অর্চনা করে তৎপ্রতি তুমি সন্ধিগ্ধ হইওনা, ইহাদের পূর্ব হইতে ইহাদের পিতৃপুরুষগণ যেরূপ অৰ্চনা করিত ইহারা তদ্রুপ বৈ অর্চনা করিতেছেনা, এবং নিশ্চয় আমি তাহাদের লভ্যাংশ অক্ষতভাবে তাহাদিগকে সম্যক দিয়া থাকি। ১০৯ ৷ (র, ৯) সত্য সত্যই আমি মুসাকে গ্রন্থ দান করিয়াছি, অনস্তর তাহাতে পরিবর্তন করা হইয়াছে, এবং যদি তোমার প্রতিপালকের এক বাক্য যে পূৰ্ব্বে হইয়াছে তাহা না হইত তবে অবশ্য তাহাদের মধ্যে মীমাংসা করা যাইত, সত্যই তাহার। ইহার প্রতি অস্থিরতাজনক সন্দেহের মধ্যে আছে * । ১১০ । এবং নিশ্চয় যখন ( সময় আসিবে ) তোমার প্রতিপালক প্রত্যেক ব্যক্তিকে তাহাদের কার্য সকলের (বিনিময় ) সম্যক দান করিবেন, নিশ্চয় তিনি তাহারা যাহা করিতেছে তাহার জ্ঞাতা । ১১১ ৷ অতএব তুমি যেরূপ আদিষ্ট হইয়াছ (তাহাতে) স্থির থাক ও তোমার অর্থাৎ উর্দ্ধ ও নিম্ন । মস্তকের উপরে মাহ আরবীয় লোকের। তাহাকে আকাশ এবং নিয়ে যাহ। তাহাকে পৃথিবী বলে । যে পৰ্য্যন্ত উৰ্দ্ধ ও নিম্ন থাকিবে সে পৰ্য্যস্ত উক্ত পাপীরা নরকে বাস করিবে । (ত, হে, )

  • “শাস্তিদানে বিলম্ব করা হইবে ;" পূৰ্ব্বে ঈশ্বরের এই প্রকার আদেশ হইয়াছে, তাহা ন হইলে তাহাদের মধ্যে মাংমাসা করা যাইত, অর্থাৎ মুসারী সম্প্রদায়কে শাস্তি দেওয়া যাইত। নিশ্চয় কাফের লোকের। ইহার প্রতি অর্থাৎ কে,রাণের সত্যতার প্রতি সন্দেহ করিয়া অস্থির হইয়াছে । (ত, হে )