পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రవృశ్చి কোরাণ শরিফ । তাহাদের প্রকৃত প্রভু প্রত্যাবৰ্ত্তিত হইবে এবং তাহার যে ( অসত্য ) বাধিতেছিল তাহাদিগ হইতে তাহ বিলুপ্ত হইবে। الاه ( R, ৩) - - তুমি জিজ্ঞাসা করযেকে তোমাদিগকে আকাশ ও পৃথিবী হইতে উপজীবিকা দান করে? অথবা কে চক্ষু কর্ণের অধিপতি । ও কে স্থত হইতে জীবিতকে এবং জীবিত হইতে মৃতকে বাহির করে এবং কে কার্য সাধন করে ? তাছাতে অবশ্য তাহার বলিবে ষে ঈশ্বর, অনন্তর বলিও তোমরা কি ভয় পাইতেছ না ?৩২। অতএব ইনিই তোমাদের প্রতিপালক সত্য পরমেশ্বর, অনন্তর সত্যের পশ্চাৎ পথভ্রান্তি বৈ কি আছে ? অবশেষে কোথা হইতে তোমর ফিরিয়া যাইতেছ? ৩৩। এইরূপে যাহারা দুরাচারী হইয়াছে তাহাদের প্রতি ( হে মোহম্মদ, ) তোমার প্রতিপালকের বাক্য প্রমাণিত হইয়াছে যে তাহারা বিশ্বাস করে না । ৩৪ । তুমি জিজ্ঞাসা কর তোমাদের অংশীদিগের কেহ কি আছে যে নূতন স্বজন করে, তৎপর তাহ দ্বিতীয় বার করিবে ? বলিও যে ঈশ্বরই নূতন স্বজন করেন, তৎপর তাহ দ্বিতীয় বার করিয়া থাকেন, আব: শেষে তোমরা কোথা হইতে ফিরিয়া যাইবে । ৩৫ । তুমি জিজ্ঞাসা কর তোমাদের অংশিদিগের কেহ কি আছে যে সতেরদিকে পথ প্রদর্শন করে, বল ঈশ্বরই সতেরদিকে পথ প্রদর্শন করিয়া থাকেন, অনন্তর যিনি সত্যেরদিকে পথ প্রদর্শন করেন তিনি অনুস্থত হইতে সমধিক উপযুক্ত, না যে ব্যক্তি পথ প্রদর্শন ব্যতীত পথ প্রাপ্ত হয় না সে ? পরন্তু তোমাদের জন্য কি আছে ? তোমরা কিরূপ আদেশ করিতেছ? ৩৬। এবং তাছাদের অধিকাংশ অনুমান বৈ অমুসরণ করেন, নিশ্চয় অনুমানে সত্যের কিছুই লাভ হয় না, তাহারা যাহা করিতেছে সত্যই ঈশ্বর তাহার জ্ঞাতা । ৩৭।