পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা ইয়ুসোফ। - 885 পরিবারের প্রতি মন্দ ইচ্ছা করে কারারুদ্ধ হওয়া অথবা দুঃখজনক শাস্তি ব্যতীত (তাহার জন্য) অন্য বিনিময় কি? ২৬। সে বলিয়াছিল “এই নারী আমার জীবন হইতে আমার প্রার্থী হইয়াছে, এবং সেই স্ত্রীর স্বগণ সম্পৰ্কীয় এক সাক্ষী সাক্ষা দান করিল যে, যদি তাহার কামিজ সন্মুখভাগে ছিন্ন হইয়া থাকে তবে নারী সত্য বলিয়াছে এবং এই পুরুষ মিথ্যাবাদীদিগের (একজন ) * । ২৭ । এবং যদি তাহার কামিজ পশ্চাদিকে ছিন্ন হইয়া থাকে তবে নারী মিথ্যা বলিয়াছে এবং সেই পুরুষ সত্যবাদী দিগের ( একজন” ) । ২৮। অনন্তর সে ( আজিজ ) তাহার কামিজকে পশ্চাদিকে ছিন্ন দেখিল বলিল যে “ইহা তোমরা নারীগণের চক্রান্ত,নিশ্চয় তোমাদের চক্রান্ত প্রবল। ২৯ । হে ইয়ুসোফ, তুমি ইহা হইতে নিবৃত্ত হও, এবং (ছে জোলয়খা, ) তুমি স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তুমি অপরাধিনী আছ”। ৩০ । (র, ৩) । க கள்

  • ইয়ুসোফ অজিজকে বলিলেন যে “জোলয়খ আমাস্বারা তুষ্প বৃত্তি চরিতার্থ করিতে চাহিয়াছে, আমি সম্মত হই নাই, এবং পলায়ন করিতে ছিলাম।” আজিজ বলিলেন “একথা যে সত্য মামি কেমন করিয়া বিশ্বাস করিব, কেহ কি এবিষয় জ্ঞাত আছে ?” ইয়ুসোফ বলিলেন “সেই গৃহে চারি মাসের একটি শিশু ছিল, সে জোলয়খার মাতৃস্বসার পুত্র, সেই শিশু আমার সাক্ষী ।” এই কথা শুনিয়া অজিজ বলিলেন যে “শিশুর চারিমাস বয়ঃক্রম, সে কি জানে ? এবং সে কেমন করিয়া কথা বলিবে ? তুমি আমার সঙ্গে উপহাস করিতেছ।” ইয়ুসোফ বলিলেন ষে "আমার পরমেশ্বর অনন্তশক্তিশালী, তিনি সেই শিশুকে বাকশক্তিদান করিবেন, সে আমার নির্দোষিত বিষয়ে সাক্ষাদান করবে।” এই কথা শুনিয়। আজিজ বালককে জিজ্ঞাসা করেন, বালক দৈব শক্তির প্রভাবে কথা বলিতে প্রবৃত্ত হয়, এবং “যদি তাহার কামিজ সন্মুখ ভাগে ছিন্ন হইয়া থাকে” ইত্যাদি কৌশলের কথা । বলে । ( ত, হে, )

■ ((\o).