পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর ইয়ুনস | w):S^ নিশ্চয় ঈশ্বর মানবমণ্ডলীর প্রতি কৃপাবান, কিন্তু তাহাদের অধিকাংশ কৃতজ্ঞত দান করে না । ৬২ ৷ (র, ৬) । তুমি (হে মোহম্মদ, ) কোন ভাবে থাক না, ও কোরাণের ইহা হইতে (স্বরা হইতে ) অধ্যয়ন কর না, এবং তোমরা (ছে লোক সকল, ) কোন কার্যের অনুষ্ঠান কর না যখন তাহাতে প্রবৃত্ত হও, আমি তোমাদের উপর সাক্ষী হওয়া ব্যতীত ; স্বর্গ ও পুথিবীতে বিন্দু পরিমাণ কিছু তোমার প্রতিপালক হইতে প্রচ্ছন্ন হয় না, এবং উজ্জ্বল গ্রন্থে লিপি) ব্যতীত ইহার ক্ষুদ্রতর ও বৃহত্তর কিছু নাই * । ৬৩। জানিও ঈশ্বরের প্রেমিকগণের উপর কোন ভয় নাই, তাহার শোকগ্রস্ত হইবে না । ৬৪ । যাহারা বিশ্বাস স্থাপন করিয়াছে ও ধৰ্ম্মভীরু হইয়াছে পার্থিব জীবনে ও পরলোকে তাহাদের জন্যই সুসংবাদ ; ঈশ্বরের বাক্যের পরিবর্তন নাই, ইছাই মহা ফললাভ ৷ ৬৫ ৷ + এবং তাহাদের (কাফেরদের ) বাক্য তোমাকে দুঃখিত না করুক, নিশ্চয় ঈশ্বরেরই সম্পূর্ণ প্রভাব, তিনি শ্রোতা ও জ্ঞাত৷ ৷ ৬৬ ৷ জানিও নিশ্চয় স্বগে যে কেহ আছে ও পৃথিবীতে যে কেহ আছে সে ঈশ্বরের, এবং যাহার ঈশ্বর ব্যতীত অংশদিগকে আহবান করে তাহারা অনুবর্তন করে না, তাহারা কল্পনার অনুসরণ বৈ করে না এবং তাহারা মিথ্যাবাদী বৈ নহে। ৬৭। তিনিই যিনি তোমাদের জন্য রজনীকে সৃজন করিয়াছেন যেন তোমরা তাহাতে বিশ্রাম লাভ কর এবং দিবসকে আলোকময় করিয়াছেন, নিশ্চয় শ্রবণ করে এমন দলের জন্য ইহাতে নিদর্শন সকল আছে। ৬৮। তাহারা বলে যে “ঈশ্বর পুত্র গ্রহণ করিয়াছেন ;” পবিত্রত র্তাহার, তিনি নিষ্কায, - ----- ws=|

  • উজ্জ্বল গ্রন্থ এস্থলে ঈশ্বরের ইচ্ছারূপ গ্রন্থ ।