পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরা ইয়ুনস । N9Ꮍ☾ দায়ের জন্য এক এক প্রেরিতপুরুষ আছেন, তাছাদের প্রেরিত পুরুষ যখন উপস্থিত হয় তাহদের মধ্যে ন্যায়ানুসারে নিম্পত্তি করা হইয়া থাকে এবং তাছারা অত্যাচারগ্রস্ত হয় না । ৪৯ । তাহারা বলে “যদি তোমরা সত্যবাদী হও তবে ( বল ) কবে এই অঙ্গীকার * ।” ৫০ । তুমি বল যে ঈশ্বরের ইচ্ছা ব্যতীত আমি আপন জীবনের জন্য ক্ষতি বৃদ্ধি করিতে সক্ষম নহি, প্রত্যেক ধৰ্ম্মসম্প দায়ের জন্য ( কাল ) নিরূপিত আছে, যখন তাহাদের নিৰ্দ্ধারিত কাল উপস্থিত হয় তখন তাহার এক ঘণ্টা বিলম্ব করে না ও অগ্রবর্তীও হয় না । ৫১। তুমি বল, তোমার কি দেখিলে, ষদি দিবা বা রজনীতে র্তাহার শাস্তি তোমাদের নিকটে উপস্থিত হয়, পাপিগণ তাহার কোনটাকে সত্বর চাহিবে ? ৫২। পরে যেমন তাহ উপস্থিত হইবে তখন কি তোমরা তৎপ্রতি বিশ্বাসী হইবে ? (তৎকালে বলা হইবে ) এইক্ষণ কি তোমরা বিশ্বাসী হইতেছ ? বস্তুতঃ তোমরা (উপহাস পূৰ্ব্বক ) তাহী সত্বর চাহিতেছিলে। ৫৩ ৷ তদনন্তর যাচার অত্যাচার করিয়াছে তাহাদিগকে বলা হইবে নিত্যশাস্তি আস্বাদন কর, যাহা তোমরা উপার্জন করিয়াছ তাহা বৈ তোমাদিগকে বিনিময় দেওয়া যাইবে না । ৫৪ । তোমাকে তাহারা জিজ্ঞাসা করিবে ইহা কি সত্য ? তুমি বলিও ছ। আমার প্রতিপালকের শপথ নিশ্চয় ইহা সত্য, এবং তোমরা (ঈশ্বরের ) পরাভবকারী নও । ৫৫ ৷ (র, ৫ ) এবং যদি পৃথিবীতে যাহা আছে তাহ প্রত্যেক অত্যাচারী سلصـ

  • অর্থাৎ তাহার উপহাস করিয়া ব্যগ্রতাপূর্বক ৰলে শাস্তিদানের অঙ্গীকার বিষয়ে যদি ভোমরা সত্যবাদী হও তৰে কবে সেই অঙ্গীকার পূর্ণ হইবে বল । (ङ, ८शों, )