পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা ছদ । 836: কো ব্যক্তি যে তাহার নিকটে শাস্তি উপস্থিত হইবে যে তাছাকে লাঞ্ছিত করিবে, এবং তাহার প্রতি নিত্য শাস্তি অবতীর্ণ হইবে ৪০ । যে পর্যন্ত আমার আজ্ঞা উপস্থিত হইল এবং চুল্লী উচ্ছসিত হইল সে পর্যন্ত আমি বলিলাম যে ইহার মধ্যে প্রত্যেকের জোড়া এবং যাহার উপর পূৰ্ব্বে কথা হইয়া গিয়াছে সে ভন্ন আপন স্বগণদিগকে ও বিশ্বাসীদিগকে উঠাও, তাহার সঙ্গে অল্প লোক ব্যতীত বিশ্বাস স্থাপন করে নাই * । ৪১ । এবং সে বলিল “ইহাতে আরোহণ কর, ঈশ্বরের নামে ইহার গতি ও স্থিতি, নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু”। ৪২। এবং তাহাদের সহকারে তাহ পৰ্ব্বত তুল্য তরঙ্গের মধ্যে চলিতেছিল, এবং নুহ স্বীয় পুত্রকে যে সে কিনারায় ছিল ডাকিল “হে আমার পুত্র, আমার সঙ্গে আরোহণ কর, এবং ধৰ্ম্মদ্রোহীদিগের সঙ্গে থাকিও ন৷ ” । ৪৩। সে বলিল “আমি সত্বর পর্বতের দিকে আশ্রয় লইতেছি যে জল হইতে আমাকে রক্ষা করিবে,(মুহ)বলিল “অনুগৃহীত ব্যক্তি ব্যতীত অদ্য ঈশ্বরের (শাস্তির ) আজ্ঞা হইতে রক্ষাকারী কেহ নাই; তাহাদের উভয়ের মধ্যে তরঙ্গ আবরণ হইল, অনন্তর সে জলমগ্ন হইল ণ । ৪৪। এবং বলা হইল “হে পৃথিবি, Αααααπuπάππάμα in ή Άμή. "Τη Ε. Άμε μι

  • সেই নৌকাতে প্রত্যেক জস্তুর জোড়া (পুংস্ত্রী) সেই সকলের বংশ রক্ষার জন্য রাখা হইয়াছিল। মুহের পরিবারস্থ যাহাদের সম্বন্ধে কথা হইয়াছিল সেই কেনান নামক পুত্র ও তাহার মাত নিমগ্ন হইল, তিন পুত্র রক্ষণ পাইল, সমুদায় ভবিराषरनौब डाशय्नब्रहे नखान। भशम्रो इरश्न शूरश् ७क कुत्रौ हिन, उशिरङहे छन. প্লাবনের পূর্বলক্ষণ প্রকাশ পায় যখন সেই চুল্পী হইতে জল উঠিবে তখনই নৌকায় আরোহন করিতে হইবে এরূপ নির্দেশ ছিল। (ত, শ, )

। সেই দিবস উন্নত গিরিশিখরস্থ উন্নত বৃক্ষ সকল পৰ্য্যন্ত জলমগ্ন হইয়াছিল, বিহঙ্গকুলেরও রক্ষণ পাইবার উপায় ছিলনা। (ত, শ, )