পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরা এব্রাহিম I .8xلا ইচ্ছা হয় হিত সাধন করিয়া থাকেন, ঈশ্বরের আদেশ ব্যতীত যে আমরা তোমাদের নিকটে কোন প্রমাণ উপস্থিত করিব আমাদের জন্য তাহা নহে, অতঃপর বিশ্বাসীদিগের উচিত যে ঈশ্বরের প্রতি নির্ভর করে । ১২। এবং আমাদের জন্য কি আছে যে আমরা ঈশ্বরের উপর ব্যতীত নির্ভর করি, নিশ্চয় তিনি আমাদিগকে আমাদের পথ সকল প্রদর্শন করিয়াছেন, এবং তোমরা আমাদের প্রতি যে উৎপীড়ন কর তৎপ্রতি অবশ্য আমরা ধৈর্য্য ধারণ করিব, অনন্তর নির্ভরশীল লোকদিগের উচিত যে ঈশ্বরের প্রতি নির্ভর করে”। ১৩ । (র, ২ ) ধৰ্ম্মদ্রোহিগণ আপনাদের প্রেরিত পুরুষদিগকে বলিয়াছিল যে “অবশ্য আমরা তোমাদিগকে আমাদের দেশ হইতে বহিস্কৃত করিব, অথবা অবশ্য তোমার। আমাদের ধৰ্ম্মে ফিরিয়া আসিবে ; ” তৎপর তাহাদের প্রতিপালক তাহাদের প্রতি প্রত্যাদেশ করিয়াছিলেন যে “অবশ্য অত্যাচারীদিগকে বিনাশ করিব” । ১৪ । × এবং অবশ্য তাহাদের অন্তে তোমাদিগকে দেশে স্থাপন করিব যে ব্যক্তি আমার স্থানে ভয় পায় ও আমার দণ্ডাঙ্গীকারকে ভয় করে তাহার জন্য ইহা । ১৫ । এবং তাহারা ( প্রেরিত পুরুষগণ ) বিজয় প্রার্থী হইল ও সমুদায় বিরোধী দুর্দান্ত লোক নিরাশ হইল। ১৬।xতাহাদের সম্মুখে নরক রহিয়াছে এবং পীত সলিল (তাহাদিগকে ) পান করান যাইবে । ১৭ × তাহারা ক্রমশঃ তাহ পান করিবে ও প্রায় তাহা অধঃকরণ করিতে পারিবে না ও সকল স্থান হইতে তাহাদের নিকটে মৃত্যু উপস্থিত হইবে এবং তাহারা মৃতু্যগ্রস্ত হইবে না, এবং তাহাদের সম্মুখে কঠিন শাস্তি রহিয়াছে। ১৮। যথা আপন প্রতিপালকের প্রতি যাহার বিরুদ্ধাচারী হইয়াছে তাহাদের ক্রিয়া সকল