পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা এব্রোহিম । । 8ન્દ્ર সমুদায় তোমাদিগকে দিয়াছেন, যদি তোমরা ঈশ্বরের দান গণনা কর তাহ আয়ত্ত করিতে পারিবে না, নিশ্চয় মনুষ্য ধৰ্ম্মদ্রোহী অত্যাচারী। ৩৪। (র, ৫) . . এবং ( স্মরণ কর) যখন এত্রাহিম বলিয়াছিল যে “হে আমার প্রতিপালক, এই নগরকে তুমি শান্তির আলয় কর, ও আমাকে ও আমার সস্তানগণকে প্রতিমা সকলের পূজা করা হইতে নিবৃত্ত রাখ। ৩৫ । হে আমার প্রতিপালক, নিশ্চয় এই প্রতিমা সকল অধিকাংশ মনুষ্যকে পথভ্রান্ত করিয়া থাকে, অনন্তর যে ব্যক্তি আমার অনুসরণ করে নিশ্চয় সে আমারই এবং যে ব্যক্তি আমার অবাধ্য হইল অবশেষে তুমি নিশ্চয় ( তাহার পক্ষে ) ক্ষমাশীল দয়ালু। ৩৬ । হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমি আমার কোন সন্তানকে তোমার সম্মানিত নিকেতনের নিকটে শস্যক্ষেত্রশূন্য প্রান্তরে স্থাপন করিয়াছি যেন তাহার উপাসনাকে প্রতিষ্ঠিত রাখে, "নস্তর কতক মনুষ্যের অন্তরকে তাহাদের প্রতি অনুরাগী কর, এবং তাহাদিগকে ফল সকল উপজীবিকা দেও, ভরসা যে তাহারা কৃতজ্ঞতা দান করিবে * । ৩৭। হে আমাদের প্রতিপা

  • এস্থলে মহাপুরুষ এব্রাহিম যে সত্তানের উল্লেখ করিয়াছেন তাহার নাম এম্মাইল । শাম দেশে হাজেরার গর্ভে তিনি জন্ম গ্রহণ করিলে এব্রাহিমের প্রধান পত্নী সারার মহা ঈর্ষ্য হয়, তিনি এব্রাহিমকে বলেন যে হাজেরাকে ও তাহার সস্তানকে জল ও ফল শস্যাদি শূন্য স্থানে রাখিয়া আইস। তখন এব্রাহিম ঈশ্বরের এরূপ আদেশ শুনিতে পাইলেন যে সারা যাহা বলে তদনুরূপ কাৰ্য্য কর। তাহাতে এব্রাহিম হাজের ও শিশু এম্মাইলকে সঙ্গে করিয়া শামদেশ হইতে মক্কার প্রাস্তরে চলিয়। আইসেন এবং সেখানে তাহাদিগকে রাখিয়া তাহাঙ্গের জন্য প্রার্থনা করণান্তর প্রস্থান করেন। ঈশ্বর তাহার প্রার্থন। পূর্ণ করিয়াছিলেন। এব্রাহিম চলিয়। যাওয়ার অরক্ষণ পরেই জমজমনামক প্রস্রবণ প্রকাশিত হয় ;

Ꮹ ᎼᎣ