পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরা এব্রোহিম । । 8bra বলিবে “হে আমাদের প্রতিপালক, নির্দিষ্ট অল্প সময় পর্যান্ত । আমাদিগকে তুমি অবকাশ দান কর, আমরা তোমার আহবান গ্রাহ করিব এবং প্রেরিত পুরুষদিগের অনুবর্তী হইব ;” ( তখন বলা হইবে ) “পূৰ্ব্বে তোমরা কি প্রতিজ্ঞা করিয়া বলিতেছিলে না যে আমাদের জন্য কোন বিনাশ হইবে না ? ৪৪ ৷ + “এবং যাহারা আপন জীবনের প্রতি অত্যাচার করিয়াছিল তোমরা তাছাদের স্থানে স্থিতি করিয়াছ এবং আমি তাহাদের সঙ্গে কিরূপ আচরণ করিয়াছি তোমাদিগের নিমিত্ত তাহ প্রকাশিত হইয়াছে ও আমি তোমাদের নিমিত্ত দৃষ্টান্ত সকল ব্যক্ত করিয়াছি”। ৪৫ ৷ এবং নিশ্চয় তাহারা আপন ছলনাতে ছলনা করিয়াছে, তাহাদের ছলনা ঈশ্বরের নিকটে ( ব্যক্ত ) আছে, তাহাদের ছল না। ( এরূপ ) নয় ষে তদ্বারা তাহারা পৰ্ব্বতকে বিচালিত করে # ৪৬। অতঃপর তোমরা ঈশ্বরকে মনে করিও না যে তিনি স্বীয় প্রেরিত পুরুষগণের সঙ্গে অঙ্গীকারের অন্যথাকারী, নিশ্চয় ঈশ্বর পরাক্রান্ত ও প্রতিশোধ দাত । ৪৭ । সেই দিবস ভূমি ভূমিশুন্যতাতে ও আকাশ পরিবর্তিত হইবে এবং একমাত্র পরাক্রান্ত ঈশ্বরের সম্মুখে (সকলে) উপস্থিত হইবে। ৪৮ এবং তুমি সেই দিবস পাপীদিগকে শৃঙ্খলে বদ্ধ দেখিবে । ৪৯। তাছাদের অলকতরার বস্ত্র হইবে ও অগ্নি তাহাদের মুখ আচ্ছাদন করিবে । ৫০ । তখন ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে তাহারা যাহা করিয়াছে তাহার

  • মক্কাবাসিগণ সকলে মিলিয়। হজরতকে হত্যা বা বন্দী করিতে কক্ত প্রকার কৌশল অবলম্বন করিয়ছিল সকলই বিফল হইয়া গিয়াছে এই আয়তে তাহারই উল্লেখ হইয়াছে । (ত, শ, ) .