পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা এনাম । *¢፭› অত্যাচারী কে ? যখন অত্যাচারী লোকের মৃত্যু সঙ্কটে পতিত, এবং দেবগণ আপন হস্ত প্রসারণ করিয়াছে তখন তুমি যদি দেখ (বিস্মিত হইবে ) ( দেবতারা বলে ) “তোমাদের প্রাণ বাহির কর, তোমর। যে পরমেশ্বরের প্রতি অসত্য বলিতেছিলে এবং তাহার নিদর্শন সকলকে তুচ্ছ করিতেছিলে তজ্জন্য অদ্য দুৰ্গতির শাস্তি তোমরা বিনিময় স্বরূপ প্রাপ্ত হইবে” । ৯৪ । এবং (ঈশ্বর বলিবেন) “যদ্রপ আমি তোমাদিগকে প্রথমে স্বজন করিয়াছি নিশ্চয় তদ্রুপ তোমার আমার নিকটে নিঃসহায় আসিয়াছ, আমি তোমাদিগকে যাহা দান করিয়াছিলাম তাহা আপন পশ্চাদ্ভাগে তোমরা পরিত্যাগ করিয়াছ, তোমরা যাহাদিগকে ভাবিয়াছিলে যে নিশ্চয় তাহার তোমাদের মধ্যে অংশী, তোমাদিগের সঙ্গে তোমাদের সহtয়রূপে তাহাদিগকে ত দেখিতেছি না, নিশ্চয় তোমাদের সম্বন্ধ ছিন্ন হইয়াছে, যাহা তোমরা মনে করিতেছিলে cछांभांनिशं श्८ठ उाशी विनूॐ श्झां८छ् । >t ! ( ब्र, >> ) নিশ্চয় ঈশ্বর শস্য কণিকা ও বৃক্ষবীজের বিদারক, তিনি মৃত হইতে জীবিতকে এবং জীবিত হইতে মৃতকে বাহির করেন, ইনিই ঈশ্বর তবে কোথায় ফিরিয়া যাও । ৯৬ । ইনি উষাকালের উদ্ভেদক এবং ইনি রজনীকে বিশ্রামভূমি ও চন্দ্র সূৰ্য্যকে গণনার ( কাল গণনার ) নিদর্শন করিয়াছেন, পরাক্রান্ত জ্ঞানী ( ঈশ্বরের ) এই নিরূপণ । ৯৭ । এবং তিনিই যিনি তোমাদিগের জন্য নক্ষত্র স্বজন করিয়াছেন যেন তন্দ্বারা সমুদ্র ও প্রান্তরেরর অন্ধকারে পথ প্রাপ্ত হও, যাহারা বুঝিতেছে সেই দলের . জন্য নিশ্চয় আমি নিদর্শন সকল বিস্তৃতভাবে বর্ণন করিলাম । ৯৮ । এবং তিনিই যিনি এক ব্যক্তি হইতে তোমাদিগকে উৎপাদন করিয়াছেন, তৎপর (তোমাদের জন্য) অবস্থান