পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর হেজ্বর 8ჯაx9 করিবে” । ৩০ । পরে শয়তান ব্যতীত দেবগণ সমুদায় একযোগে নমস্কার করিল, সে নমস্কারকারীদিগের সঙ্গী হইতে অসম্মত । হইল। ৩১ +৩২ । তিনি বলিলেন “হে শয়তান, তোমার কি হইয়াছে যে তুমি নমস্কারকারীদিগের সঙ্গী হইলে না”। ৩৩। সে বলিল “দুৰ্গন্ধ কৰ্দমের শুষ্ক মৃত্তিকা দ্বারা তুমি যাহাকে স্বজন করিয়াছ আমি সেই মনুষ্যকে নমস্কার করিতে কখন ( বাধ্য } নহি”। ৩৪। তিনি বলিলেন “তবে তুমি এস্থান হইতে বাহির হও, অতঃপর নিশ্চয় তুমি তাড়িত ৷ ৩৫ +এবং নিশ্চয় তোমার প্রতি কেয়ামতের দিন পর্যন্ত অভিসম্পাত হইল”। ৩৫ ৷ সে বলিল “ হে আমার প্রতিপালক, অতঃপর আমাকে পুনরুথানের দিন পর্য্যন্ত অবকাশ দেও” । ৩৬ । তিনি বলিলেন “অতঃপর নিশ্চয় তুমি নিৰ্দ্ধারিত সময়ের দিবস ( আগমন ) পৰ্য্যন্ত অবকাশ প্রাপ্তদিগের (একজন )” * । ৩৭+৩৮ । সে বলিল “হে আমার প্রতিপালক, যেহেতু তুমি আমাকে বিভ্রান্ত করিলে, আমি অবশ্য পৃথিবীতে তাছাদের জন্য (পাপকে ) সজ্জিত করিব এবং আমি অবশ্য এক যোগে তাহাদিগকে বিভ্রান্ত করিব । ৩৯ +তাহাদের মধ্যে তোমার বিশেষ দাসগণ ব্যতীত ( সকলকে বিভ্রান্ত করিব, )” । ৪০। তিনি বলিলেন “ইহাই (এই বিশেষত্ব, ) আমার দিকে সরল পথ । ৪১ ৷ পথভ্রাস্তুদিগের যে ব্যক্তি তোমার

  • “নিৰ্দ্ধারিত সময়ের দিবস পর্য্যস্ত” অর্থাৎ প্রথম সুরধ্বনি হইলে প্রলয় হইবে, দ্বিতীয় স্বরধ্বনিতে মৃত সকল জীবিত হইয়া উঠিবে। দ্বিতীয় স্বরধ্বনি প্রথম ধ্বনির চল্লিশ বৎসর পরে হইবে । শয়তান সেই নিৰ্দ্ধারিত চল্লিশ বৎসর মৃত থাকিয় পরে বঁচিয়া উঠিবে। ঈশ্বর শয়তানের প্রার্থনানুসারে তাহাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ না দিয়া প্রলয় দিবস পৰ্য্যন্ত অবকাশ দিলেন । (ত, হে, )

\() ფ.