পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৯৬ । কোরাণ শরিফ । প্রেরিত হইয়াছি, নিশ্চয় আমরা তাহার ভার্য ব্যতীত তাহাদিগকে (লুতের স্বগণদিগকে ) এক যোগে উদ্ধার করিব, আমরা স্থির করিয়াছি যে নিশ্চয় সেই নারী পতিতদিগের ( এক. ( 8 ,ة ) ا من +ه 4 + مياه ا"( iةFة অনস্তর যখন প্রেরিত পুরুষগণ লুতের স্বগণবর্গের নিকটে উপস্থিত হইল। ৬১ ৷+সে বলিল “নিশ্চয় তোমরা অপরিচিত দল”। ৬২ । তাহারা বলিল “বরং তাহারা যে বিষয়ে সন্দেহ করিতেছিল তৎসহ আমরা তোমার নিকটে আসিয়াছি * । ৬৩। এবং আমরা তোমার নিকটে সত্য ভাবে উপস্থিত হইয়াছি এবং নিশ্চয় আমরা সত্যবাদী। ৬৪ । অতঃপর তুমি রজনীর একভাগে স্বজনসহ প্রস্থান করিও, ও তুমি তাহাদিগের পশ্চাদগমনের অনুসরণ করিও এবং তোমাদের কেহ যেন পশ্চাদৃষ্টি না করে, এবং যেস্থানে তোমরা আদিষ্ট হইয়াছ তথায় চলিয়৷ যাইবে” ৭ । ৬৫। এবং তাছার প্রতি আমি এই বিষয় নিৰ্দ্ধারণ করিয়াছিলাম, যে প্রাতঃকাল হইলে ইহাদিগের মূল ছিন্ন হইবে । ৬৬। এবং নগরবাসিগণ আনন্দসহকারে উপস্থিত হইল। ৬৭। সে বলিল “নিশ্চয় ইহার! আমার অতিথি, অতঃ தக - ====خحـمـ ست--عمر _ يفتتح مسميامين مجسمضتتقفيص===

  • অর্থাৎ লুত যে সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছিলেন তাহার। পুরুষের সঙ্গে ব্যভিচার করিত। এই পাপের জন্য যে শাস্তির অঙ্গীকার আছে এবিষয়ে তাহাদের সঙ্গেহ ছিল। এইক্ষণ স্বৰ্গীয় দূতগণ বলিতেছেন যে তাহারা যে শান্তি বিষয়ে সঙ্গেহ করিতেছে তাহাদিগকে সেই শান্তি দান रुद्रियांग्न छमाझे स्रांगद्र উপস্থিত হইয়াছি। (ত, শ, )

শাম বা মেসর দেশে যাইবার জন্য তাছাদের প্রতি আদেশ হইয়াছিল, তথাকার নিৰাসিগণ বিনাশ প্রাপ্ত হইবে না । (ত,হে, )