পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यूरङ्ग ब्रूळ । * ষোড়শ অধ্যায়। ১১৮ আয়ত, ১৬ রকু । ( দাতা ও দয়ালু পরমেশ্বরের নামে প্রবৃত্ত হইতেছি । ) ঈশ্বরের আজ্ঞ উপস্থিত, অতএব তাহা সত্বর প্রার্থনা করিও ন ; তিনি পবিত্র, এবং তাহারা যাহাকে অংশ নিৰ্দ্ধারণ করে তাহা হইতে তিনি উন্নত ণ । ১ । তিনি দেবতাদিগকে আত্মাসহ স্বীয় আজ্ঞাক্ৰমে ভয় প্রদর্শন করিতে আপন দাসদিগের যাহার উপরে ইচ্ছা হয় অবতারণ করেন, # যথা আমি ব্যতীত কোন উপাস্য নাই, অতএব তোমরা আমাকে ভয় কর। ২। তিনি সত্যভাবে স্বর্গ ও মর্ত্য স্বজন করিয়াছেন, তাহারা যাহাকে অংশী

  • মক্কাতে এই সুরা অবতীর্ণ হয় । - t অর্থাৎ কেয়ামতের উপস্থিতি সম্বন্ধে অথবা ধৰ্ম্মদ্রোহীদিগের শাস্তি বিষয়ে ঈশ্বরের আদেশ নিকটবর্তী, অতএব আর তাহ সত্বর প্রার্থনা করিও না। প্রেরিত । পুরুষ কাফেরদিগকে কেয়ামতের ও ঐহিক শাস্তির ভয় প্রদর্শন করিলে তাহার। উপহাস করিয়া বলিতেছিল যে শীঘ্ৰ কেয়ামত ও শস্তি উপস্থিত কর, তাঙ্কাতেই এই আয়ত অবতীর্ণ হয়। যথা তোমরা যাহা বলিতেছ তাহা সঙ্ঘটিত হইবে । তোমরা প্রতিমাকে যে ঈশ্বরের অংশ করিয়াছ সে তোমাদিগকে রক্ষা করিতে

পরিবে না। ঈশ্বর প্রতিমা হইতে উন্নত। (উ, হে, ) ঃ এ স্থলে আত্মা শব্দে প্রত্যাদেশ বুঝাইবে । অথবা ঈশ্বরের সন্নিধ্যবর্তী এক দল অস্থা আছে যখন পরমেশ্বর কোন স্বৰ্গীয় দুস্তকে পৃথিবীতে প্রেরণ করেন, সেই আত্মা সকলকে তাহার সঙ্গে পাঠাইরা থাকেন। (ভ, হে।) ぐり>