পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা নহল । (to (t প্রেম করেন না । ২৩ । যখন তাহাদিগকে বলা যায় “যাহা তোমাদের প্রতিপালক অবতারণ করিয়াছেন তাহ কি ?” তখন তাহারা বলে “পূৰ্ব্বতন বৃত্তান্ত সকল"। ২৪ +তাহাতে তাহারা স্বীয় ( পাপের ) ভার ও যাহারা অজ্ঞানত বশতঃ তাহাদিগকে পথভ্রান্ত করিতেছে তাহাদিগের কোন ভার কেয়ামতের দিনে বহন করিবে, জানিও যে কিছু ভার তাহারা বহন করে তাহা शन्म । २¢ । ( ज्ञ, ७ ) যাহারা ইহাদের পূৰ্ব্বে ছিল নিশ্চয় তাহারা ছলনা করিয়াছিল, তৎপর তাহাদের অট্টালিকার ভিত্তির দিকে ঈশ্বর আগমন করিলেন, অনন্তর তাছাদের উদ্ধ হইতে তাহাদের উপর ছাদ পতিত হইল, তাহাদের প্রতি সেই দিক দিয়া শাস্তি উপস্থিত হইল যে তাছারা জানিত না ৫। ২৬। অতঃপর কেয়ামতের

  • কথিত আছে যে নেমরুদের অট্টালিকার পতন সম্বন্ধে এই আয়ত অবতীর্ণ হয়। নেমরুদ বাবেল প্রদেশে এক অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়াছিল। তাহার উচ্চতা দশ সহস্র হস্ত, দৈর্ঘ্য ও পরিসর ভিন ক্রোশ ছিল । সেই অট্টালিকার সাহায্যে স্বর্গে আরোহণ করিয়া এব্রাহিমের ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করে নোম্রুদের এই চেষ্টা হয়। প্রাসাদ প্রস্তুত হইলে ঈশ্বর ভয়ঙ্কর বাত্য প্রেরণ করেন, তাহাতে উহ। সমুলে চূৰ্ণ হইয়া যায়। কেহ কেহ বলেন অট্টালিকার চুরা নদীতে নিক্ষিপ্ত হয়, অবশিষ্ট অংশ নোমরুদের অনুবর্তিগণের গৃহের উপর পড়িয়া যায় এবং এক ভয়ঙ্কর শব্দ হয়, তাহাতে সেই দেশে এক সম্প্রদায়ের কথা অন্য সম্প্রদয়ের অবোধ্য হইয়। উঠে। পূৰ্ব্বে সমুদায় জাতির এক ভাষা ছিল, এই ঘটনার পর হইতে ভিন্ন ভিন্ন ভাষা প্রচলিত হয় এবং পৃথিবীতে দ্ব্যধিক সপ্ততি ভাষায় লোকে কথোপকথন করে। এইক্ষণ ঈশ্বর সংবাদ দান করিতেছেন যে যেমন নোমুরুদ ও নেমরুদের অম্বুবর্তিগণ চক্রান্ত করিয়াছিল, আমি ও তাঁহাদের অট্টালিকা চুৰ্ণ করিতে আজ করিয়াছিলাম। (ত, হে, ) . -. "