পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शत्व। नश्ल । . ○ > ° সেই দলের জন্য নিশ্চয় ইহাতে নিদর্শন সকল আছে। ৭৯ এবং ঈশ্বরই তোমাদের গৃহ সকল দ্বারা তোমাদের বাসস্থান করিয়াছেন এবং তোমাদের জন্য পশুচৰ্ম্ম দ্বারা আলয় সকল করিয়াছেন, স্বীয় পর্যটনের দিনে ও স্বীয় অবস্থিতির দিনে তোমরা তাহা লঘু বোধ করিয়া থাক, এবং তিনি উঃ, মেষ ও ছাগরোম । দ্বারা সাময়িক গৃহসামগ্রী ও বাণিজ্য দ্রব্য করিয়াছেন। ৮০ । এবং ঈশ্বর যাহ। স্বষ্টি করিয়াছেন তাহা হইতে তিনি তোমাদের জন্য ছায়া সকল উৎপাদন করিয়াছেন ও তোমাদের জন্য পৰ্ব্বতের গহবর সকল করিয়াছেন এবং উষ্ণত হইতে রক্ষা করিবার নিমিত্ত তোমাদের জন্য পরিচ্ছদ সকল করিয়াছেন ও যুদ্ধ হইতে রক্ষা করিতে তোমাদের জন্য পরিচ্ছদ সকল করিয়াছেন, এই প্রকারে তোমাদিগের সম্বন্ধে তিনি আপন দান পূর্ণ করিয়াছেন যেন তোমরা অনুগত হও * । ৮১ ৷ অনন্তর যদি তাহারা বিমুখ হয় তবে (হে মোহম্মদ, ) তোমার প্রতি স্পষ্ট প্রচার করা বৈ নহে । । ৮২ । তাহারা ঈশ্বরের দান বুঝিতেছে, অতঃপর তাহা অগ্রাহ করিতেছে, তাহাদের অধিকাংশই কাফের। ৮৩ ৷ (র, ১১ ) । এবং যে দিন আমি প্রত্যেক মণ্ডলী হইতে সাক্ষী দণ্ডায়মান করিব, তৎপর সেই দিন যাহারা ধৰ্ম্মদ্রোহী হইয়াছে তাহাদিগকে অনুমতি দেওয়া যাইবে না, এবং তাহার (ঈশ্বরের) প্রসন্নতাতে আহুত হইবে না " । ৮৪ । এবং যখন অত্যাচারিগণ শাস্তি

  • श्रीब्रष उंरु वंशान cम*, उथांब *ौरङज्ञ ७कोख् अङाद वनिश भौड निवाज़ণোপযোগী বয়ের উল্লেখ হয় নাই। (ত, হে, ) ।

{ সেই পুনরুথানের দিনে এক এক মণ্ডলীর সাক্ষী এক এক জন প্রেরিভ পুরুষ হইবেন। কাকেরদিগকে मळूयउि ८नeघ्ना যাইবে ना অর্থাৎ ক্ষম। প্রাধনার やか○ -