পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা নহল। (t) ఘో দান ও'দয়া ও পথ প্রদর্শনের জন্য তোমার প্রতি আমি গ্রন্থ অবতারণ করয়াছি। ৮৯। (র, ১২) । নিশ্চয় ঈশ্বর স্বগণের প্রতি দান, উপকার ও নায়াচরণ করিতে আদেশ করিতেছেন এবং নির্লজ্জত ও অবৈধকৰ্ম্ম ও অবাধ্যতা সম্বন্ধে নিষেধ করিয়া থাকেন, তিনি তোমাদিগকে উপদেশ দান করেন যেন তোমরা উপদেশ গ্রহণ কর । ৯০ ৷ এবং যখন তোমরা অঙ্গীকার কর তখন ঈশ্বর সম্বন্ধীয় অঙ্গীকার পূর্ণ .করিও, ও শপথকে তাহা দৃঢ় করিবার পর ভক্ষ করিও না, নিশ্চয় তোমরা পরমেশ্বরকে আপনাদের সম্বন্ধে প্রতিভূ করিয়াছ, তোমরা যাহা করিতেছ নিশ্চয় ঈশ্বর তাহ অবগত হন । ৯১ ৷ সেই (নারীর সদৃশ হইও না ষে আপনার সূত্রকে তাহা দৃঢ় হওয়ার পর খণ্ড খণ্ড করিয়াছে, তোমরা আপনাদের শপথকে আপনাদের মধ্যে প্রবেশ করাইতেছ যাহাতে তোমরা ( এমন ) এক মণ্ডলী হও যে তাহা ( অন্য ) মণ্ডলী হইতে বৃহৎ হয় * ঈশ্বর -_ _ ജ്-ജ്

  • আরব দেশে রায়তা ন দী এক নারী ছিল, সে নারী প্রতিদিন প্রাতঃকাল হইতে অৰ্দ্ধরজনী পৰ্য্যস্ত পুণ্ডরোম দ্বার স্বত্র প্রস্তুত করিত, তাহার অনেক দাসী ছিল তাহারাও অনবরত ইহাই করিভ, অর্ধযামিনী অস্তে রায়তার আদেশে দাসীগণ স্বত্র সকলকে ছিন্ন ভিন্ন করিয়া রাখিত। পরমেশ্বর কোন প্রতিজ্ঞ করিয়া তহি ভঙ্গ করাকে স্বত্র প্রস্তুত করিয়া তাহ ছিন্ন করার সঙ্গে তুলন। করিয়াছেন । অর্থাৎ ভিনি বলিঙেছেন যেমন সেই নিৰ্ব্বোধ স্ত্রী স্বত্র পাকাইয়া পরে নষ্ট করিত তরূপ তোমরা প্রতিজ্ঞ করিয়া ভঙ্গ করিও না। জ্ঞানবান লোকের উচিত যে প্রতিজ্ঞার স্বত্রকে ছিন্ন মা করেন। তোমরা অন্য মণ্ডলীকে অর্থাৎ কোরেশ সম্প্রদায়কে ধনবলে ও জনবলে মোসলমানগণ অপেক্ষণ প্রবল ८झथिग्न झ्ण ८गोत्रप्श वार्थ नाश्न कब्रिो उहाभि इहेरङ धवल श्हेप्टङ क्लोश्-ि ८डझ, 4दः श्वशैकब्र कब्रिब्रा भऔरूक्षत्र अमाथी फ़ज़१ कहिtउछ् ३श खेप्तिङ নহে । ( ত, হে, ) W .