পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@之9 কোরাণ শরিফ। তোমাদিগকে এতদ্বারা পরীক্ষা করেন বৈ নহে, এবং তোমরা যে বিষয়ে বিরুদ্ধাচরণ করিতেছ অবশ্য কেয়ামতের দিনে তিনি তাহা বর্ণন করিবেম। ৯২। এবং যদি ঈশ্বর ইচ্ছা করিতেন তবে অবশ্য তিনি তোমাদিগকে একমাত্র মণ্ডলী করিতেন, কিন্তু তিনি যাহাকে ইচ্ছা হয় পথভ্রান্ত করেন ও যাহাকে ইচ্ছা হয় পথ প্রদর্শন করিয়া থাকেন, তোমরা যাহা করিতেছিলে অবশ্য তদ্বিষয়ে জিজ্ঞাসিত হইবে । ৯৩। এবং তোমরা আপনাদের শপথকে পরস্পরের মধ্যে প্রবেশ করাইও না, অনন্তর তাহা দৃঢ় হওয়ার পর পদস্খলন হুইবে, এবং তোমরা যে ( লোকদিগকে ) ঈশ্বরের পথ হইতে নিবৃত্ত করিয়াছ তজ্জন্য শাস্তি ভোগ করিবে, ও তোমাদের জন্য মহাশাস্তি আছে । ৯৪ । এবং তোমরা ঈশ্বরের অঙ্গীকারের বিনিময়ে অল্প মূল্য ( পার্থিব বস্তু ) গ্রহণ করিও না, যদি জ্ঞাত হও তবে নিশ্চয় ঈশ্বরের নিকটে যাহা অাছে তাহা কল্যাণ । ৯৫ ৷ তোমাদের নিকটে যাহা আছে তাহা বিনাশ পাইবে ও ঈশ্বরের নিকটে যাহা আছে তাহ অৰিনশ্বর, এবং যাহারা ধৈর্য্য ধারণ করিয়াছে অবশ্য আমি তাহাদিগকে তাহার; যাহা করিতেছিল তাহাদের সেই কল্যাণের অনুরূপ বিনিময় পুরস্কার দিব । ৯৬ । যে ব্যক্তি সৎকৰ্ম্ম করিয়াছে সে পুরুষ হউক বা নারী হউক সে বিশ্বাসী, অনন্তর অবশ্য আমি তাহাকে বিশুদ্ধ জীবনে জীবিত করিব * এবং অবশ্য আমি তাহাদিগকে তাহারা যাহা করিতেছিল সেই কল্যাণের অনুরূপ বিনিময় পুরস্কার দিব । ৯৭। অনস্তর যখন তুমি কোরাণ পাঠ द्र उशन নিস্তাড়িত শয়তান হইতে - حط μαμπήμ g Nonrā • কেয়ামতে উত্তম জীবনে জীবিত করিব অথবা ইহলোকে ঈশ্বরের প্রেমানন্দেন্ডে জীবিত রাখিব । (ত, শ}, ) -د*