পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরা বনিএস্রায়েল । - (నీరి দের প্রতিপালক তোমাদিগকে দয়া করিতে সত্বর, এবং যদি তোমরা (অবাধ্যতায় ) পুনঃ প্রবৃত্ত হও, আমিও (শাস্তিদানে ) পুনঃ প্রবৃত্ত হইব, এবং ধৰ্ম্মক্রোহী দিগের জন্য আমি নরক লোককে বন্দিশালা করিয়াছি * । ৮ । নিশ্চয় এই কোরাণ সেই ( প্রকৃতির ) পথ প্রদর্শন করে যাহা অতীব সরল, এবং যাহারা সদাচরণ করে সেই বিশ্বাসী দিগকে সুসংবাদ দান করিয়া থাকে, একান্তই তাহাদের জন্য মহা পুরস্কার অাছে ru tur", "-. _ শেলাম নগরের ও তৎ প্রদেশের অট্টালিক। সকল পুন নিৰ্মাণ করেন, তাহন্তে সেই দেশ পূৰ্ব্বাবস্থা প্রাপ্ত হয় । পুনৰ্ব্বার বনি এস্রায়েল তুৰ্দ্দাস্ত হইয়। উঠে এবং ইয়হাকে হত্য করে এবং ঈসাকে হত্যা করিতে প্রবৃত্ত হয় । তখন দ্বিতীর শাস্তি উপস্থিত হয়। তরতুস রুমী তাহাদিগকে পরাস্ত করিয়া জরু শালমের মন্দির ধ্বংস করে, ও এস্রায়েল বংশীয় দিগের সম্পত্তি লুঠ করিয়া লইয়া যায়। পরমেশ্বর ভওরয়তে অঙ্গীকারের পর এই দুই শাস্তির কথ। তাহ:দিগকে বলিমাছেন । "তাহাতে তাহার তোমাদের মুখমণ্ডলকে বিষন্ন করিবে এবং তাহারা তাহাড়ে মন্দিরে প্রৱেশ করিবে স্বেরূপ প্রথম বার উহার। তন্মধ্যে প্রবিষ্ট হইয়াছে’ ইত্যাদি । অর্থাৎ যেমন প্রথম বার বোধভনস্সর সসৈন্যে খাসিয়া মন্দির ধ্বংস করে তন্দ্রপ ভরতুসের সৈন্যও উপস্থিত হইয়। বয়ভোল মোকদ্দসে প্রবেশ করিবে, ও মন্দির ংস করিয়া দুঃখে তোমাদের মুখ মলিন করিবে । (ত, হে, )

  • অবাধ্যতা ও হুনীতির কারণে বনি এস্রায়েলদিগের দুই বার তুর্দশ इहेबारह ।। ७३ क्र१ त्रेधद्र अश्थश् कब्रिएड थश्वड भारइन । डिनि दनिएख्रश्न ষদি তোমরা বর্তমান ধৰ্ম্মপ্রবর্তকের আনুগত্য স্বীকার কর তবে সেই রাজত্ব জয় ও পরাক্রম তোমাদিগকে প্রত্যপণ করা যাইবে । পুনরায় সেইরূপ ছুইজ। প্রকাশ করিলে ভক্রপ তুর্দশাপন্ন হইবে, অর্থাৎ আমি তোমাদিগের উপর মোসলমানদিগকে বিজয়ী কবিৰ । পরলোকে তোমাদের জন্য নরক সজ্জিত ब्रश्ब्रिरह - ( ङ, न, )

ზ)() 釀