পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ф8 о কোরাণ শরিফ । । অতিরিক্ত আচরণ করিও না, নিশ্চয় সে আমুকুল্য প্রাপ্ত * । । ৩৩। সেই উপায় যাহা সৎ তদ্ব্যতীত তোমরা অনাথ বালকের সম্পত্তির নিকটে সে তাহার (বয়ঃক্রমের ) পূর্ণতায় পহুহা পৰ্য্যন্ত যাইও না, এবং তোমরা অঙ্গীকার পূর্ণ করিও, নিশ্চয় অঙ্গীকার জিজ্ঞাসিত হইবে ৩৪ । এবং তোমরা যখন পরিমাণ কর পরিমাণযন্ত্রকে পূর্ণ করিও, সরল তুলদণ্ডে ওজন করিও, ইহা উত্তম এবং পরিমাণ সম্বন্ধে অত্যুত্তম # । ৩৫ । এবং যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি তাহার MA MAeT TMAAA SAAAAAS :_ . بعیت-اے-I

  • এসলাম ধৰ্ম্মাবলম্বী ও অঙ্গীকারে বন্ধ এবং আশ্রয় প্রাপ্ত এই তিন লোকদিগকে সুবিচার ব্যতীত বধ করিতে এই আয়তে ঈশ্বর নিষেধ করিলেন । অর্থাৎ তাহাদের কেহ ধৰ্ম্মভ্যাগ বা ব্যভিচারাদি করিলেই তাহার সমুচিত দণ্ড পাওয়৷ বিধেয় বলিয়। স্বীকৃত হইল। অন্যায়ন্ধপে কেহ হত হইলে তাহার স্বগণ উত্তরকারী হত্যার বিনিময়ে হজাকে বধ করিতে পারে, অন্যকে নয়। পৌত্ত DDDD BBB BB BBB BB DDD DDD DDD DBB DDDDDD DDDS কারীকে হত্য না করিয়া হত্যাকারী যে দলের লোক সেই দলপতিকে হত্য। করিতে উদ্যোগী হইত। ঈশ্বর “অতিরিক্ত আচরণ করিও না” বলিয়া ভবিষয়ে নিষেধ করিলেন । (ত, হে, )

অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উচিত যে হত্যার বিনিময় প্রদান বিষয়ে সাহায্য করে, ভদ্বীপরিত হত্যাকারীর সহায়তায় প্রবৃত্ত না হয়, এবং হভব্যক্তির উত্তরাধিকারার কর্তব্য যে এক জনের পরিবর্তে হুই জনকে বধ না করে, অথব। হত্যাকারীকে ন পাইলে তাহার পুত্র বা ভ্রাতার প্রাণ সংহার না করে। (ত, শ, ) { অর্থাৎ পিতৃ মাতৃ হীন বালকের সম্পত্তি তাহার বয়ঃপ্রাপ্তি পৰ্যন্ত সযত্নে রক্ষণ করবে, বিপরীত আচরণ করিবে না । অঙ্গীকারের নিমিত্ত প্রশ্ন হুইবে, কাছার সঙ্গে সন্ধির অঙ্গীকার করির জন্যথাচরণ করিলে নিশ্চয় শান্তি পাইতে হইবে । (ত, শ, ) ।

डेख्यक्रप्न अना िब्रिया कब्रिब्रा क्रिय, अिशरङ श्न झङ्काउा कब्रिप्र ন। প্রথমে তোমাদের ছল চতুরতা প্রকাশ পাইলে কেহ আর তোমাদের