পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা রনিএস্রায়েল । - ৫89 | সম্মানিত করিয়াছ, যদি তুমি কেয়ামতের দিন পর্য্যন্ত আমাকে অবকাশ দান কর তবে অবশ্য আমি অল্প সংখ্যক ব্যতীত তাহার সন্তানগণের মূলোচ্ছেদন করিব” । ৬২ ৷ তিনি রলিলেন “যাও, অনন্তর তাহাদিগের যে কেহ তোমার অনুসরণ করিবে অবশেষে নিশ্চয় নরক তোমাদের (সকলের ) পূর্ণ বিনিময়রূপে বিনিময় হইবে। ৬৩। এবং তুমি আপন শব্দে তাহাদের যাহাকে সক্ষম হও বিচালিত কর ও তাহেেদর উপর আপন অশ্বারূঢ় ও পদাতিক সৈন্য আকর্ষণ কর, এবং সস্তান ও সম্পত্তি বিষয়ে তাহাদের অংশী হও এবং তাহাদের সঙ্গে অঙ্গীকার কর, নিশ্চয় শয়তান প্রবঞ্চন ব্যতীত তাহাদের সঙ্গে অঙ্গীকার করে না ... । ৬৪ । নিশ্চয় আমার দাসগণ আছে, তাহদের উপর তোমার কোন প্রভাব নাই, এবং তোমার প্রতিপালক যথেষ্ট কার্য্যকারক। ৬৫ ৷ (তিনি ) তোমাদের প্রতিপালক যিনি তোমাদের জন্য সাগরে নৌকা সকল সঞ্চালিত করেন যেন তোমরা তাহার প্রসাদে ( জীবিকা ) অন্বেষণ কর, নিশ্চয় তিনি তোমাদের সম্বন্ধে দয়ালু হন। ৬৬। এবং যখন সমুদ্রে তোমাদের বিপদ উপ

  • ঈশ্বরের অনভিপ্রেভ যে শব্দ উচ্চরিত হয় তাহাই শয়তানের শব্দ । শয়. তানের সৈন্য শয়তানের অনুগামী দানব সকল, তাহার লোক দিগকে কুমন্ত্রণ। দান করে ৪ প্রবঞ্চিত করিয়া থাকে। স্থদ গ্রহণ করিয়া ঋণ দান করা বা ছন্ধিয়ার অর্থ ব্যয় করাই ধন সম্বন্ধে শয়তানের অংশী হওয়া, ব্যভিচার দ্বারা সম্ভান উৎপাদন, হইলে সেই সম্ভানে শয়তানের অংশী হওয়া হয়। ঈশ্বর বলিতেছেন যে মন্থয্যের সম্বন্ধে পুত্তলিক গণ পাপক্ষমার মহুরোধ করিবে শয়তান এইরূপ মিথ্য অঙ্গীকার করিয়া থাকে, প্রায়শ্চিত্তে বিলম্ব করা, প্রলয়, পুনরুখান স্বর্গ নরক অগ্রাহ করা বিষয়ে শয়ন্তান অনুরোধ করিয়া থাকে, শয়তানের উক্তি প্রবঞ্চনা বৈ নহে । ( ভ, হে, )
  • りa