পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 (; w কোরাণ শরিফ । স্থিত হয় তোমরা তাহ ব্যতীত যাহাকে আহবান কর সেই হারাইয়া যায়, অনস্তর যখন তিনি তোমাদিগকে ভূমির দিকে উদ্ধার করেন তখন তোমরা বিমুখ হও, এবং মনুষ্য ধৰ্ম্মদ্রোহী হয়। ৬৭ অনস্তর ভূমির দিকে তোমাদের প্রোথিত হওয়া অথবা তোমাদের প্রতি প্রস্তরবষী প্রভঞ্জন সঞ্চালিত হওয়া সম্বন্ধে কি তোমরা নিঃশঙ্ক হইয়াছ ? অনন্তর তোমরা আপনাদের সম্বন্ধে কাৰ্য্য-সম্পাদক পাইবে না । ৬৮ + পুনৰ্ব্বার তন্মধ্যে (সমুদ্রে) তোমাদিগকে প্রত্যানয়ন করা হইতে কি তোমরা নিঃশঙ্ক হইয়াছ ? অবশেষে তোমাদের প্রতি নৌকা-ভগ্নকারী অনিল প্রেরিত হইবে, পরে তোমরা অধৰ্ম্মাচরণ করিয়াছ বলিয়া তোমাদিগকে জলমগ্ন করিবে, তৎপর তোমরা আপনাদের নিমিত্ত তদ্বিষয়ে আমার উপর কোন অনুগামী পাইবে না । ৬৯। এবং সত্য সত্যই আমি আদমের সন্তানদিগকে গৌরবান্বিত করিয়াছি ও সমুদ্রে ও প্রাস্তরে তাহাদিগকে আরোহণ করাইয়াছি এবং তাহাদিগকে বিশুদ্ধ বস্তু সকল হইতে উপজীবিকা দিয়াছি এবং যাহাদিগকে আমি উন্নত ভাবে স্বজন করিয়াছি তাহাদের অনেকের উপরে তাহাদিগকে উন্নতি দান করিয়াছি । ৭০ (র, ৭) । ও জলে নিমগ্ন হওয়া বিষয়ে আমার উপরে অনুগামী পাইবে না। অর্থাৎ জামাকে প্রতিফল দান করিবার জন্য কেহ তোমাদের সাহায্য করিতে আসিবে मी । (ङ, cशी, ) : यष्ट्ररवाज़ थडि श्रे*एल्लद्र कक्ल १1 बिविश, शन्नैौद्र नत्रकौञ्च e भांब्री गन्नদ্বীয়, শরীর সম্বন্ধীয় ধাৰ্ম্মিক অধাৰ্ম্মিক মানৰ মাত্রের জন্য সাধারণ, যথা শারীরিক রূপ গুণ স্বাস্থ্য বল বিষয়ে সাধু অসাধুর ভুল্য অধিকার। ধনমানাদি পার্থিব বিষয়েও উভয় শ্রেণীর সমান স্বত্ব । কিন্তু ধাৰ্ম্মিকদিগের জাধ্যাম্ভিক नाम नश्एक विएनयरु । भन्नुयाप्रारबद्ध छमाहे नाथाब्र१ फेब्रडि <शोद्रव निर्किंडे