জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কন্দর্পনারায়ণ রায়

উইকিসংকলন থেকে


কন্দর্পনারায়ণ রায়—(১) তিনি চন্দ্রদ্বীপের রাজা এবং বঙ্গের প্রসিদ্ধ দ্বাদশ ভৌমিকের অন্যতম ছিলেন। ১৫৮৬ খ্রীঃ অব্দে তিনি বর্ত্তমান ছিলেন। তিনি হুশেনপুরে মুসলমানদিগকে পরাস্ত করিয়াছিলেন। তাঁহারই পুত্র রামচন্দ্র রায় যশোহরের রাজা প্রতাপাদিত্যের কন্যা বিন্দুমতিকে বিবাহ করেন। (২) তিনি যশোহর জিলার চাঁচড়ার জমিদার বংশের স্থপয়িতা ভবেশ্বর রায়ের পৌত্র মাতাবরাম রায়ের পুত্র ছিলেন। ১৬১৯ খ্রীঃ অব্দে পিতার মৃত্যুর পরে তিনি রাজা হন এবং ১৬৪৯ খ্রীঃ অব্দে পরলোক গমন করেন। তিনি স্বীয় জমিদারীর আয়তন অনেক বৃদ্ধি করিয়াছিলেন। তাঁহার মৃত্যুর পরে তাঁহার পুত্র মনোহর রায় রাজা হইয়াছিলেন।