পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

慰ぐりの কোরাণ শরিফ । বলে “আমাদের প্রতিপালক পবিত্র, নিশ্চয় আমাদের প্রতিপালকের অঙ্গীকার একান্ত সম্পন্ন হয়” । ১০৮। এবং তাহারা ক্ৰন্দন করিয়া অধোমুখে পতিত হয় ও তাহদের দীনতা বৃদ্ধিত হইয়। থাকে। ১০৯। বল, তোমরা ঈশ্বরকে আহবান কর অথবা “রহমাণকে” আহবান কর, তোমরা যাহাকে ডাকিবে অনন্তর তাহারই উত্তম নাম সকল হয়, তুমি স্বীয় উপাসনায় উচ্চ শব্দ করিও না, এবং তাহাতে ক্ষীণ ( শব্দ ) করিও না এবং ইহার মধ্যে কোন পথ অন্বেষণ করিও * । ১১০ । এবং তুমি বল সেই ঈশ্বরের প্রশংস৷ যিনি পুত্র গ্রহণ করেন নাই ও রাজত্বে যাহার কোন অংশী নাই এবং অক্ষমতাবশতঃ র্যাহার কোন সহায় নাই, সম্মান্যরূপে তাহাকে সম্মান কর । ১১১ } (র, ১২ )

  • "ইহার মধ্যে কোন পথ অন্বেষণ করিও” অর্থাৎ এই জুইয়ের মধ্যে মধ্যম পথ অন্বেষণ করিও । আবু বেকর কোরাণ ধীরে ধীরে পাঠ করিতেন এবং বলি তেন যে আমি ঈশ্বরের বন্দনা করিয়া থাকি। ওমর উচ্চৈঃস্বরে পাঠ করিতেন, তিনি বলিতেন যে শয়তানকে তাড়াইয়া থাকি ও নিদ্রিতকে জাগরিত করি । এই আয়ত অবতীর্ণ হইলে পর হজরত, আবুবেকরকে বলেন কিঞ্চিৎ উচ্চৈঃস্বরে পড়এবং ওমরকে বলেন স্বীয় ধ্বনি কিছু খৰ্ব্ব কর । (ত, হে, )