পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা কহফ । 6. ෂර්‍ම আশ্রয় গ্রহণ করিল তখন তাহারা বলিল”হে আমাদের প্রতিপালক, তুমি আপন সন্নিধান হইতে আমাদিগকে কৃপ। বিতরণ কর এবং আমাদের নিমিত্ত আমাদের কার্য্য হইতে শুভ ফল প্রস্তুত কর।” ১০ । অনন্তর আমি নিৰ্দ্ধারিত কতক বৎসর গর্তমধ্যে তাহাদিগের কৰ্ণে আবরণ স্থাপন করিলাম * । ১১ +তৎপর আমি তাহাদিগকে ঈশ্বর পরায়ণ নব যুবক নগবের এক প্রান্তে যাইয়। কাতরভাৰে প্রার্থনায় প্রবৃত্ত হন এবং সেই রাত্মার আক্রমণ হইতে উদ্ধার পাইবার জন্য ঈশ্বরের নিকটে মিনতি করিতে থাকেন। অবশেষে ডাহাদিগের কথা দকিয়ানুসের কর্ণগোচর হয়। রাজা তাহাদিগকে সম্মুখে ডাকিয় অনেক প্রকার ভয় প্রদর্শন করে । তাহার দৃঢ়রূপে অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন হইয়। তাহার আজ্ঞা পালনে অসম্মত হন, তাহাতে দকিয়াকুস জাহাদের গাত্র হষ্টভে বস্ত্রাভরণ কাড়িয়া লইয়। এই আদেশ করে যে, “তোমরা বালক, অঙএব তোমাদিগকে আপনাদের বিষয় চিজা করিতে তিন দিবসের অবকাশ দেওয়া গেল,- দেখ আমার পরামর্শ তোমাদের গ্রাহ্য হয় কি ন ?” অনন্তর দকিয়ামুস স্থানান্তরে চলিয়া যায়, তাহার গমনে যুৰকগণ প্রীত হইয় আপনাদের বিষয়ে মন্ত্রণ করেন, সকলেরই পলায়ন করা সঙ্গত বোধ হয়, প্রত্যেকে স্ব স্ব পিতৃগৃহ হইতে কিছু কিছু ধন পাথেয় স্বরূপ গ্রহণ করিয়া নগরের অদূরস্থিত এক পৰ্ব্বতের অভিমুখে প্রস্থান করেন। পথে এক জন পশুপালকের সঙ্গে তাহাঙ্গের সাক্ষাৎ হয়, সে র্তাহাদের ধর্মগ্রহণ করিয়া ভাহাদিগের জয়লয়ণ করে। পশুপালকের কুকুরও সঙ্গে সঙ্গে চলিয়া আইলে। পৰ্ব্বতের নিকটবর্তী হইলে রাখাল ৰলে যে এই পৰ্ব্বতে এক গহ্বর অাছে তথায় আশ্রয় লঙয়া বাইতে পারে। সকলে একযোগে সেই গহ্বরে প্রবেশ করিলেন, কুকুর গর্ভের দ্বারে প্রহরীরূপে শয়ান রছিল। পরমেশ্বর ভঁাহাদের গর্ভ প্রবেশের বৃত্তাক্ত এই প্রকারে বর্ণন কল্লিভেছেম । (ত, ছো; ) . . . - • “ভান্ধাদের কৰ্ণে আবরণ স্থাপন করিলাম" যেন শঙ্গ শুনিতে না পায়, BBBS DDBBBBB DDD DDBB BBB SS SDS BS