পাতা:উপকথা.pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 রাধারাণী । উত্তরকারী বলিলেন, “একটি কৌতুকের জন্য । আজি আট দশ বৎসর হইল, আমি যেখানে সেখানে বেড়াইতাম— কিন্তু লোকলজ ভয়ে আপনার নামটি গোপন করিয়া কাল্পনিক नtभ .." করিতাম । কাল্পনিক নামটি * রুক্মিণীকুমার | श्रा°नि श्रठ वेिभमः श्झे८ङtइम ८कम ?” রাধীরাণী একটু স্থির হইলেন–আগস্তুক বলিতে লাগিলেন —“যথার্থ রুক্মিণীকুমার নাম ধরে, এমন কাহাকেও চিনি না । খদি কেহ আমারই তল্লাস কবিয়া থাকে—তাহ সম্ভবনহে— তথাপি কি জানি-সাত পাচ ভাবিয়া বিজ্ঞাপনটি কুলিয়া রাখিলাম —কিস্থ কামাখ্যা বাবুর কাছে আসিতে সাহস হইল না ।” “পরে?” er “পরে কামাখ্যা বাবুর শ্রীদ্ধে তীtহার পুলগণ আমাকে নিমস্ত্ৰণ করিল, কিন্তু আমি কাৰ্য্যগতিকে আসিতে পারি নাই । সম্প্রতি সেই ক্রটির ক্ষমাপ্রার্থনার নু তাহার পুত্রদিগের নিকট আসিলাম । কৌতুক বশতঃ সঙ্গে অনিয়াছিলাম । প্রসঙ্গ ক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাপা বাবুর জ্যেষ্ঠ*পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে, এ বিজ্ঞাপন কেন দেওয়া হইষাছিল ? কামাখ্যা বাৰুব পুল্ল বলিলেন, যে রাধারাণীর অনুরোধে । আমিও এক রাধারাণীকে চিনিতাম—এক বালিকা —মামি একদিন দেগিয়া তাহাকে আর ভুলিতে পারলাম না। সে মাতার পথ্যের জন্য, আপনি স্নাহারে থাকিয় বনফুলব মালা গাঁথিয়া—সেই অন্ধকার বৃষ্টিতে—”বক্ত। আর কথা কহিতে পাৰিলেন ন—ষ্ঠাহাব চক্ষু জলে পুরিয়া গেল । চমু জলে ভাসিতে লাগিল। চকু মুছির রাধরানী বলিল, “মে পোড়ায়মুখীর কথায় এখন প্রয়োজন কি ? আপনার 布叫 বলুন )י"