পাতা:উপকথা.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ টুঙ্গির । মহেশপুর-এখান ছইতে কত দূর ?” সে অামাকে দেখিয়া স্তম্ভিcङब्र भाऊ ब्रहिन । अ८मकक५ क्लिड कब्रिब्रां कश्णि, “ फूभि কোথা হইতে আসিয়াছ ?” যে গ্রামে প্রাচীন জামাকে পখ বলিয়া দিয়াছিল, আমি সে গ্রামের নাম করিলাম । তাহাজে পথিক কহিল যে, “তুমি পথ জুলিয়াছ। বরাবর উন্ট আসিয়াছ ৮ মহেশপুর এখীন হইতে জুই দিনের পথ ।” আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাছাকে জিজ্ঞাস কৰিলাম, “ তুমি কোথায যাইবে ?” সে বলিল, “আমি এষ্ট নিকটে গৌৰীগ্রামে যাইব ।’ আমি অগত্য তাচার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম । গ্রামমধ্যে প্রবেশ কবিয়া সে আমাকে জিজ্ঞাসা কবিল, “ তুমি এখানে কাহাৰ বাড়ী যাইবে ?” আমি কহিলাম,“আমি এখানে কাহাকেও চিনি না । একট। গাছতলায শয়ন কবির। থাকিব ।’’ পথিক কহিল, “ তুমি কি জাতি ?” আমি কহিলাম, “ আমি কায়স্ক ।” সে কহিল, “ আমি ব্রাহ্মণ । তুমি আমার সঙ্গে আইস । তোমার মযলা মোট কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরেব মেয়ে । ছোট ঘরে এমনা কপ কয় না ।” চাই ৰূপ । ঐ রূপ, রূপ, শুনিষ আমি জালাতন হইয়া উঠিয়াছিলাম। কিন্তু এ ব্রাহ্মণ প্রাচীন, আমি তাহাব সঙ্গে গেলাম । আমি সে রাত্রে গ্রাহ্মণের গৃহে, দুষ্ট দিনেৰ পব একটু ষৈখামলাভ কৰিলাম। পৰদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে, -আমার অত্যন্ত গন্নবেদন হুইয়াছে। পা ফুলিয়া উঠিয়াছে। *ৰসিবার শক্তি নাই ।