পাতা:উপকথা.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগল জুরীয়। و صبي؟

  • এই কথা বলিবার জন্য আসিয়াছি । যে দিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না, সেই দিন হইতেই আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম । ইচ্ছা আছে যে সিংহল হইতে ফিরিব না। যদি কখন তোমায় ভুলিতে পারি তবেই ফিরির। আমি অধিক কথা বলিতে জানি না, তুমিও অধিক কথা বুঝতে পরিবে না । ইহা বুঝিতে পরিবে, যে আমার পর্কে,জগৎসংসার একদিকে, তুমি একদিকে হইলে, জগৎ তোমার তুল্য নহে।” এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পদচারণ করিয়া অন্য একটা বৃক্ষের পাতা ছিড়িলেন । অশ্রুবেগ কিঞ্চিৎ শমিত হষ্টলে, ফিরিয়া আসিয়া । আবার কহিলেন, “ তুমি আমায় ভাল বাস তাহ জানি । किढ़' যবে হউক তুমি অন্যের পত্নী হুইবে । অতএব তুমি আর মায় মনে রাখি ও না । তোমার সঙ্গে যেন এ জন্মে মামার আর সাক্ষাৎ না হয় ।” *

এই বলিয়া পুরন্দর বেগে প্রস্তান করিলেন । হিরণারী SBBBS BBBB BBBBB S BBBBB BBBB BBBS BBBSD ভাবিলেন, “ আমি যদি আজি মরি, তৰে কি পুরন্দর সিংহলে যাইতে পারে ? অামি কেন গলায় লতা বাধিয়া মরি না। -- কিন্ধ। সমুদ্রে বাঁপ দিই না ?” আবার ভাবিলেন, “ আমি যদি মরিলাম, তবে পুর্নার সিংহলে যাক ন৷ যাক তাতে অমাব কি?” এই ভাবিয়া হিরন্ময়ী আবার কঁদিতে বসিল । -ജ്ജം