পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢१७ কোরাণ শরিক । স্বর্গ ও মর্ভোর স্বজনে আমি তাহাদিগকে উপস্থিত করি नाहे \S তাহাদের জীবনের স্বজনেও নয় এবং তামি পথভ্রান্ত কারক দিগের বাহুধারণ করিব না। ৫০ । এবং (স্মরণ কর) যে দিন তিনি বলিবেন “তোমরা যাহাদিগকে মনে করিতেছ আমার সেই অংশীদিগকে ডাক, অনন্তর তাহারা তাহাদিগকে উত্তর দান করিবেমা, এবং আমি তাহাদের মধ্যে মৃত্যু ভূমি স্থাপন করিব। ৫১। এবং অপরাধিগণ অগ্নিদর্শন করিবে, তৎপর মনে করিবে যে তাহারা তাহাতে পতানোমূখ, এবং তাছা হইতে প্রত্যাবর্তন স্থান প্রাপ্ত হইবেন । ৫২। (র, ৭) । এবং সত্যই আমি মানব মণ্ডলীর জন্য এই কোরাণে বিবিধ দৃষ্টান্ত পুনঃ পুনঃ বর্ণন করিয়াছি, এবং মনুষ্য বিরোধানুসারে সৰ্ব্বাপেক্ষা প্রধান। ৫৩। এবং লোকদিগকে যখন তাহাদের নিকটে উপদেশ উপস্থিত হয় তৎপ্রতি বিশ্বাস স্থাপন করিতে ও আপন প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করিতে তাহাদের নিকটে পুৰ্ব্ববর্তী লোকদিগের পদ্ধতি উপস্থিত হওয়া গ্রু কিংবা সন্মুখীন শাস্তি সমাগত হওয়া (প্রতীক্ষা করা) ব্যতীত বারণ রাখে নাই । ৫৪। এবং সুসংবাদদাতা ও ভয়প্রদর্শক ব্যতীত আমি প্রেরিত পুরুষদিগকে প্রেরণ করি নাই, ধৰ্ম্মদ্রোহীলোকেরা অসত্য দ্বারা বিবাদ করিয়া থাকে যেন তদ্বারা সত্যকে বিচালিত করে এবং আমার নিদর্শন সকলকে ও যাহা ভয় প্রদর্শন করা গিয়াছে তৎপ্রতি বিদ্রপ করে । ৫৫ । যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের নিদর্শন সকল দ্বারা উপদিষ্ট হইয়া পরে তাছা হইতে বিমুখ হইয়াছেও তাহার হস্ত যাহা পূৰ্ব্বে প্রেরণ করিয়াছে ভুলিয়া • “পূর্ববর্তী লোকদিগের পদ্ধতি” উং প্রেরিত পুরুষকে অগ্রাহ্য করার জন্য সবংশে নিধন প্রাপ্ত হওয়া। (ত, হে, ) ।