পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

般bro কোরাণ শরিফ। করিতে পারিবে না?”৭১ সে বলিল “আমি যাহা ভুলিয়াছি তৎসম্বন্ধে তুমি আমাকে ধরিও না, এবং আমার ব্যাপরে তুমি আমার উপরে সঙ্কট ফেলিও না”। ৭২। অনন্তর উভয়ে এ পর্যাস্ত চলিল যে পৰ্য্যন্ত এক বালকের সঙ্গে তাহাদের সাক্ষাৎ হইল, সে (খেজর) তাছাকে হত্যা করিল, সে বলিল “কোন ব্যক্তির (হত্যাবিনিময়) ব্যতীত ভূমি কি এক নির্দোষ ব্যক্তিকে বধ করিলে ? সত্য সত্যই তুমি মন্দ বিষয় উপস্থিত করিলে”। ৭৩। সে বলিল “আমি কি তোমাকে বলি নাইষে নিশ্চয় তুমি আমার সঙ্গে কখন ধৈর্য্য ধারণ করিতে পারিবে না?” ৭৪। সে বলিল “যদি ইহার পরে কোন বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করি তবে আমার সঙ্গে সহবাস করিবেনা, নিশ্চয় তুমি আমার নিকট হইতে মার্জনা পাইবে”*।। ৭৫ আনস্তুর উভয়ে চলিল, যখন তাহার এক গ্রামের অধিবাসীদের নিকটে খাদ্য প্রার্থনা করিল, তখন তাহারা তাহাদের আতিথ্য সৎকারে অসম্মত হইল,পরে তাহার মুসাওখেজয়) তথায় পতনো এক প্রাচীর প্রাপ্ত হইল, সে (খেজর) তাহার জীর্ণ সংস্কার করিল, সে (মুসা) ৰলিল “যদি তুমি ইচ্ছা করিতে নিশ্চয় এসম্বন্ধে পারিশ্রমিক গ্রহণ করিতে” । ৭৬ । সে বলিল “তোমার ও আমার মধ্যে এই বিচ্ছেদ, যে বিষয়ে তুমি ধৈর্য্য ধারণে সক্ষম হও নাই এইক্ষণ আমি তোমাকে তাহার তত্ত্ব জানাইব”।৭৭। কিন্তু নৌকা,(নৌকার রিষয়) পরম্ভ উহ। কয়েকজন দরিদ্রের ছিল,তাছারা সমুক্সে কাৰ্য্য করিতেছিল, অনন্তর আমি ইচ্ছা করিলাম যে তাহাকে দোষযুক্ত করি, যেহেতু তাছাদের পশ্চাতে এক রাজা ছিল সে বলপূৰ্ব্বক সমুদায় ناپس۔ سياسية

  • অর্থাৎ যখন ডিন বার তোমার বিরুদ্ধাচরং কবি তখন আমাকে তোমার সহবাস হইতে দূর করিলে নিশ্চয় ভূমি মার্জনা পাইবে । (ত হো)