পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা সরয়ম । (tb"> ধলিলেন, “হে জকরিয়া, এক বালকের স্বসংবাদ দান করিতেছি, তাহার নাম ইয়ছ, * ইতি পূৰ্ব্বে আমি তাহার (নামানুরূপ) নামকরণ করি নাই”। ৭ । সে বলিল “হে আমার প্রতিপালক, কিরূপে আমার বালক হইবে ? আমার ভার্ষ্য বন্ধা, এবং নিশ্চয় আমি বৃদ্ধত্বে সীমা প্রাপ্ত হইয়াছি”। ৮। (স্বগীয় দূত বলিল )“তদ্রুপই (কিন্তু)তোমায় প্রতিপালক বলিয়াছেন যে তাহা আমার সম্বন্ধে সহজ, এবং নিশ্চয় তোমাকে (ইতি পূৰ্ব্বে সৃজন করিয়াছি, তুমি কিছুই ছিলে না” । ৯ । সে বলিল “হে আমার প্রতিপালক, আমার জন্য কোন নিদর্শন স্থাপন কর "তিনি বলিলেন “তোমার নিদর্শন এই যে তিন দিব রাত্রি তুমি লোকের সঙ্গে মুস্থাবস্থায় কথা বলিতে পারিবে না”। ১০ । অনস্তর সে মন্দিরের দ্বার হইতে আপন মণ্ডলীর নিকটে বাছির ছইল,” পরে তাহাদের প্রতি ইঙ্গিত করিল যে “প্রাতঃসন্ধ্যা তোমরা স্তুতি করিতে থাক” ণ"। ১১। জামি বলিলাম “ইয়হ, সবলে 'গ্রন্থকে ধারণ কর ;” আযি তাহাকে বালাবস্থায় বিজ্ঞতা দান করিলাম। ১২। এবং আপন সন্নিধান হইতে

  • তাহার পূৰ্ব্বে কাহারও তাহার নামের অনুরূপ নাম ছিলনা, অথবা জন্ম গ্রহণের পূৰ্ব্বে তাহার ন্যায় এরূপ নাম করণ কাহার হয় নাই, এজষ্ঠ তাহার মহত্ব, এরূপ নহে । বরং পরমেশ্বর স্বয়ং নামকরণ করিয়া তাহাকে তাহার পিতামাত্তার হস্তে সমর্পণ করিলেন, একারণেই মহত্ব । (ত, ঙ্কো)

তিনি কথা বলিতে পারেন নাই বলিয়া ইঙ্গিতে জানাইলেন, এই লক্ষণ প্রকাশ পাইল । তাহার জিহা অতিশয় ভারি হইয়াছিল, তিন দিবস তিনি তাহ সঞ্চালন করিতে পারেন নাই । তাছার স্ত্রীর নাম জাসির। ছিল, যে দিন প্রাতঃকালে জকরিয়ার বাগ্‌রোধ হইল সেইদিন রাত্রিতেই জালিয়। গর্ভধারণ করিলেন । कथिङ भाcरू हेझश टेबद्ग:भा १अ गर ঈশ্বরের বন্দন করত মাতৃগর্ত श्रेष्ड 玄 મિરે হইয়াছিলেন । (ত, ছো, ) . o - 黨 ৭২