পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থর মরয়ম । ☾ᎼᏱ বলিল “ষদি তুমি (দুঃ) তকি হও তবে আমি তোমা হইতে ঈশ্বরের নিকটে শরণাপন্ন হুইতেছি ” * । ১৮। সে বলল “আমি তোমার প্রতিপালকের প্রেরিত বৈ নহি, যেহেতু তোমাকে পুন্যবান বালক প্রদান করিব”। ১৯ । সে বলিল “কিরূপে আমার বালক হইবে ? যেহেতু কোন লোক আমাকে স্পর্শ করে নাই এবং আমি দুশ্চরিত্র নহি” । ২০ । সে বলিল “তদ্রপই, (বটে) তোমার প্রতিপালক বলিয়াছেন যে উহা আমার সম্বন্ধে সহজ, এবং তাহাতে আমি মানবমণ্ডলীর জন্য এক নিদর্শন ও আপন সন্নিধান হইতে অনুগ্রহ করিব ও আমার কার্য নিৰ্দ্ধারিত আছে” । ২১ । অনন্তর সে তাছাকে (ঈসাকে ) গৰ্ত্তে ধারণ করিল, পরে সে তৎসহ দৃতরতর ভূমিতে সরিয়া পড়িল, ণ । ২২। অনন্তর খোর্ক। তরুর মুলে তাহার প্রসব বেদন উপস্থিত হইল, সে বলিল “হায় যদি আমি ইহার পূৰ্ব্বে প্রাণত্যাগ করিতাম ও ভুল বিস্মৃত হইতাম (ভাল ছিল)” # । ২৩ ৷ অনন্তর সে তাহাকে তাহার | . Ez استعطافتت- -ன் ,

  • ভকি এক জন কুশচরিত্র লোকের নাম, সে স্ত্রীলোকের প্রতি অত্যাএারs করিত, মরয়ম তাহার বৃত্তাম্ভ শুনিয়াছিলেন । তিনি মনে করিলেন, যে সেই ভকি উপস্থিত, অতএব তিনি ঈশ্বরের শরণাপন্ন হষ্টলেন, কিন্তু জেব্রিল তখন তাহাকে উৎকণ্ঠিত দেখিয়া অভয় দান করিলেন । (ত, হে)

তিনি নগরের ব্যক্তিরে দূরতর এক স্থানে চলিয়া গিয়াছিলেন । নগরের পূৰ্ব্ব দিকে এক পৰ্ব্বতে অথবা বয়তলখন নামক প্রাস্তরে যে অইলিয নগর হইতে ছয় মাইল দূরে ছিল সেই স্থলে আসিয়াছিলেন। তাহার নবম মাস কিম্বা অষ্টম মাল গৰ্ত্ত ধারণের পর সম্ভন প্রস্থত হয় । কেহ বলেন এক ঘন্টার মধ্যে গর্ভসঞ্চার ও প্রসব হইয়াছিল, কেহ বলেন ভিন ঘণ্ট, কেহ বলেন নয় ঘণ্টার মধ্যে হইয়াছিল । ফল কথা গর্ভসঞ্চারের পর শীঘ্ৰ সন্তান জন্ম গ্রহণ করিয়াছিল। মরম্নম এক শুষ্ক খোর্শ্ব তরুর মূলে যাইয়া ৰসিয়াছিলেন । (ত, হে) সকলে যদি আমাকে ভুলিয়া যাইত, অর্থাৎ কেহ যদি আমার পরিচয় না