পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} ©* 蠱 কোরাণ শরিফ । নিম্ন হইতে ভাকিয়া বলিল *“তুমি শোক করিওনা, নিশ্চয় তোমার প্রতিপালক তোমার নিম্নে জলস্রোপ্ত স্থষ্টি করিয়াছেন। ২৪ । এবং তুমি আপনার দিকে খোর্মাতরুর কাওকে কম্পিত কর, তোমার প্রতি সরস থোম্মর্ণ সকল নিক্ষেপ করিৰে । ২৫। অনস্তুর ভক্ষণ কর ও পান কর এবং নয়নকে শাস্ত রাখ। ২৬ । পরে যদি তুমি কোন এক মনুষ্যকে দেখ তৰে বলিও যে সত্যই আমি পরমেশ্বরের উদ্দেশ্যে উপবাস ব্রত সঙ্কল্প করিয়াছি, পরন্তু অদ্য কোন ব্যক্তির সঙ্গে কথা বলিব না” । ২৭। অবশেষে সে স্বজাতির নিকটে তৎসহ (অর্থাৎ ) তাহাকে বহন করত সমাগত হইল, তাহারা ৰলিল “হে মরয়ম, সত্য সত্যই তুমি এক কুৎসিত বিষয় উপস্থিত করিলে ২৮ । হে হারুণের ভগিনি, + তোমার পিতা অসৎ লোক ছিলেন না, এবং তোমার মাতা দুশ্চরিত্রা ছিলেন না । ২৯ । অনস্তুর সে তাহার প্রতি ইঙ্গিত করিল, তাহারা বলিল “যে জন শৈশব দোলায় স্থিতি করিতেছে তাহার সঙ্গে কেমন করিয়া কথা বলিব ? #i৪০ সে (ঈসা) বলিল “নিশ্চয় আমি ঈশ্বরের ভূত্য, তিনি আমাকে রাখিত ও অামাকে গণ্য না করিত তবে ভাল ছিল । বস্তুতঃ জরুশিলমের জাপামর সাধারণ সকলে আমাকে চিনে যে আমি তাহাদের দলপতির কন্যা হই ও জকরিয়ার আশ্রয়ে আছি, এপর্যন্ত আমার কুমারীত্ব দূর হয় নাই, স্বামীর আশ্রয় গ্রহণ করি নাই, এই অবস্থায় আমি সন্তান প্রসব করিতেছি, লজ্জায় আমাকে ম্ৰিয়মাণ হইতে হইয়াছে । (ত, হে,) । . . - • “সে তাহাকে তাহার নিক্স হইতে ডাকিয়। বলিল” অর্থাৎ স্বৰ্গীয় দূত মরয়মকে বৃক্ষের নিম্ন হইতে বলিল । (ড, হে) + মরয়মের হারুণ নামক এক ভ্রাতা ছিল, অথবা বনি এলালের মধ্যে হারুণনামক এক জন সাধু বা এক জন অসাধু পুরুষ ছিল, সাধুড়া বা অসাধুড়ার উপমা স্থলে তাহার নাম উল্লিখিত হইত। (ত, হে, ) । ঃ অর্থাৎ মরয়ম ঈসার প্রতি ইঙ্গিত করিয়া বলিল, যে এই শিশু তোমাদের