পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© Ꮌ8 কোরাণ শরিফ । নিকটে আসিবে সেই দিন তাহার কেমন দেখিৰে শুনিবে ! কিন্তু অদ্য অত্যাচারিগণ স্পষ্ট পথভ্রান্তির মধ্যে আছে। ৩৯। যখন তাহাদের কার্য্য সম্পাদন করা যাইবে, তুমি সেই অনুশোচনার দিন সম্বন্ধে হে মোহম্মদ, তাহাদিগকে ভয় প্রদর্শন কর, এ দিকে তাহার ঔদাসিন্যে রহিয়াছে, এবং তাহার। বিশ্বাস করিতেছে না। ৪০ । নিশ্চয় আমি পৃথিবীর ও যাহারা তাহাতে আছে তাহাদের উত্তরাধিকারী হইব ও আমার প্রতি তাহার প্রত্যাবৰ্ত্তিত । इश्व “ ।। ४° । (छ, २) - 鲁 এবং গ্রন্থে (কোরাণে) তুমি এব্ৰাছিমকে স্মরণ কর, নিশ্চয় সে সাধু সংবাদবাহক ছিল । ৪২ ! (স্মরণ কর) যখন সে স্বীয় পিতাকে বলিল “হে আমার পিতা, যে বস্তু শ্রবণ করে না ও দর্শন করে না এবং তোমা হইতে কিছু নিবারণ করিতে পারে না তুমি তাহাকে অর্চনা করিও না । ৪৩ । হে আমার পিতা, নিশ্চয় আমার নিকটে সেই জ্ঞান আসিয়াছে যাহা তোমার নিকটে পহুছে নাই, অতএব আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল পথ প্রদর্শন করিতেছি । ৪৪ ৷ হে আমার পিতা, তুমি শয়তানকে পূজা করিওনা, নিশ্চয় শয়তান পরমেশ্বরের সম্বন্ধে অপরাধী হয়। ৪৫ । হে আমার পিতা, নিশ্চয় আমি ভয় পাইতেছি যে পরমেশ্বর হইতে বা শাস্তি (আসিয়া) তোমার প্রতি সংলগ্ন হয়, পশ্চাৎ তুমি শয়তানের বন্ধু হইবে” ৪৬। সে বলিল “হে এব্রাহিম, তুমি কি আমার ঈশ্বর সকল হইতে বিমুখ আছ ? যদি তুমি নিবৃত্ত না হও তবে অবশ্য তোমাকে চূর্ণ করিব ; দীর্ঘকাল তুমি আমার সঙ্গ পরিত্যাগ o Mongo —w ry बस्थानक

  • “আমি পৃথিবীর ও যাহারা তথায় জাছে তাছাদের উত্তরাধিকারী হুইৰ” অর্থাৎ সমুদায় ৰিনশি প্রাপ্ত হইবে আমি থাকিব । (ত, হে,)