পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t్సఆ কোরাণ শরিফ । এবং গ্রন্থে মূসাকে স্মরণ কর, নিশ্চয় সে বিশুদ্ধ ছিল ওপ্রেরিত ংবাদবাহক ছিল। ৫২। এবং জামি ভূর গিরির দক্ষিণ পার্থ হইতে তাহাকে ডাকিয়াছিলাম ও কথা বলার অবস্থায় তাহাকে নিকটবর্তী করিয়াছিলাম * । ৫৪। এবং আমি তাহাকে আপন অনুগ্রহে তাহার ভ্রাতা হারুণকে সংবাদবাহক ( করিয়া ) দান করিয়াছিলাম। ৫৪। এবং এসমায়িলকে গ্রন্থে স্মরণ কর, নিশ্চয় সে অঙ্গীকারের অব্যৰ্থকারী ছিল ও প্রেরিত সংবাদবাহক ছিল ৭ । ৫৫ । এবং সে আপন পরিজনকে উপাসনা ও ধৰ্ম্মর্থ দান করিতে আদেশ করিত, ও আপন প্রতিপালকের নিকটে মনোনীত ছিল | ৫৬ এবং এদূরিসকে গ্রন্থে স্মরণ কয়, নিশ্চয় সে সত্যবাদী সংবাদবাহক ছিল : । ৫৭। আমি তাহাকে উন্নত স্থানে উঠাইয়া -o-o: নিনা আরম্ভ করেন ও প্রতিম। সকল ভাঙ্গিয়া ফেলেন। পাষও রাজা নমরুদ র্তাহাকে অগ্নিতে বিসর্জন করে, অগ্নি শীতল হইয়া যায় এবং তিনি স্বীয় পত্নী সার। ও অমুগত ৰন্ধু লুতকে সঙ্গে করিয়া শাম দেশে যাত্রা করেন। এ স্থলে পরমেশ্বর সেই দেশাস্তুর গমনের বৃত্তাত্ত বিবৃত্ত করিতেছেন। (ভ, হে)

  • পরমেশ্বর মূসাকে উন্নত করির স্বীয় মন্দিরের সন্নিহিত করিয়াছিলেন। मूली क्रेश्वञ्च कईक ७क दर्श इहेtउ पर्शीडtद्र उकमणः बौऊ श्ब्रा छेदtब्रग्न अङाख

निक दउँौं श्हेग्नांझिालम । (ङ, ८श,) d + এম্মায়িল কাহার নিকটে এরূপ অঙ্গীকার করিয়াছিলেন যে, যে পর্ষ্যত্ত তুমি আমার নিকটে ফিরিয়া না জাইম আমি এ স্থলে অবস্থিতি করিব। তিন দিবস অজ্ঞে কেহ কেহ বলেন সম্বৎসর অতীত হইলে সেই ব্যক্তি তথায় ফিরিয়া জাইলে, এম্বায়িল স্বীয় অঙ্গীকারের অনুরোধে তথায় স্থিনি করেন । এতাবৎকাল বৃক্ষের বস্কল মাত্র জাহার করিয়া জীবন ধারণ করিয়াছিলেন। (ন, হে,) ।

  • এরিস জাদমের প্রপৌত্র শিলের পৌত্র ও মুহার পিতামহ ছিলেন। তাহার নাম জাখমুখ, এরিস উপাধি ছিল। সৰ্ব্ব প্রথমে এক্সরিসই স্বচীকর্ণও লেখনী যোগে লিপি করেন এবং গ্রহ নক্ষত্রের তত্ত্ব প্রচার করেন । র্তাহার