পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θ, ο ο” কোরাণ শরিফ । জামি তাহাদিগের সম্বন্ধে উত্তম জ্ঞাত যে তাহারা তন্মধ্যে প্রবেশের অধিক উপযুক্ত। ৭১। তন্মধ্যে গমনকারী ব্যতীত তোমাদের ( কহই ) নছ, তোমার প্রতিপালকের সম্বন্ধে (এই অঙ্গীকার) এক দৃঢ় কাৰ্য্য * । ৭২ । তৎপর যাহারা ধৰ্ম্মভীরু হইয়াছে আমি তাহাদিগকে উদ্ধার করিব এবং তন্মধ্যে জানু পাতিত রূপে অত্যাচারীদিগকে বিসর্জন করিব । ৭৩ ৷ এবং যখন তাহাদের নিকটে আমার উজ্জ্বল নিদর্শন সকল পঠিত হয় তখন ধৰ্ম্মদ্রোহিগণ বিশ্বাসীদিগকে বলে “এই দুই দলের মধ্যে পদানুসারে কে শ্রেষ্ঠ ? এবং পরিষদ অনুসারে কে অতি উত্তম” র্ণ । ৭৪ । তাহাদের পূৰ্ব্বে দলের কত লোককে আমি বিনাশ করিয়াছি, তাহার গৃহসামগ্ৰী অনুসারে ও দৃশ্যে অত্যুত্তম ছিল। ৭৫ । তুমি বলিও “যে ব্যক্তি পথভ্রান্তিতে আছে যাহা অঙ্গীকার করা যাইতেছে তাহা বা শাস্তি কিম্ব কেয়ামত তাহাদের দর্শন হওয়া পর্য্যন্ত হয়তো পরমেশ্বর তাহাদিগকে অধিক রূপে অধিক দিবেন, অনন্তর তাহারা জানিতে পাইবে সে কে যে পদানুসারে নিকৃষ্টতর, ও সৈন্যবল অনুসারে দুৰ্ব্বলতর ধু । ৭৬। যাহার উপদেশে উপদিষ্ট হইয়াছে ঈশ্বর তাহা

  • কিন্তু বিশ্বাসী লোকের যখন তথায় উপস্থিত হইবে তখন অগ্নি নিৰ্ব্বাণ প্রাপ্ত হইবে। হদিসে উক্ত হইয়াছে যে, কোন কোন স্বৰ্গগামী লোক প্রশ্ন করিবে যে ঈশ্বর যখন বলিয়াছেন “তন্মধ্যে গমনকারী ব্যতীত তোমরা ( কেহই ) নহ ।” এমন অবস্থায় আমরা কেমন করিয়। অগ্নি দর্শন করিব না ? দেবগণ বলিবেন

নিশ্চয় নরকাগ্নিতে ভোমরা উপস্থিত হইবে, কিন্তু তোমাদের বিশ্বাসের জ্যোক্তিতে অগ্নি নিৰ্ব্বাণ পাইবে । (ত, হে, ) + অর্থাৎ ধৰ্ম্মদ্রোহী লোকের বলে যে আমরা সভাস্থলে আরবের সম্রাস্ত ও ८यई ८शाक, ८ङागब्रा गङाग्न श्लीन ७ अशैन। जनख्द्र ब्रत्यक्षत्र उाशप्लब अश्क द्र চূৰ্ণ করিবেন। (ত, হে, ) . -

অর্থাৎ যে পর্ষ্যস্ত শাস্তি না হয় পরমেশ্বর পথভ্রাভ লোকদিগকে ধন জম