পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরা তাহা t ჯo ® লেন “হে মুসা, তাহা নিক্ষেপ কর”। ১৯। অনন্ত সে তাহা ফেলিয়া দিল, পশ্চাৎ অকস্মাৎ উহ৷ ধাবমান অজগর হইল । ২০ । তিনি বলিলেন “ইহাকে গ্রহণ কর এবং ভয় করিও না ; অবিলম্বেই আমি ইহাকে পূৰ্ব্বাবস্থায় পরিবর্তিত করিব। ২১। এবং তুমি স্বীয় হস্তকে আপন কক্ষতলে সংলগ্ন কর, তাছা নির্দোষ শুভ্র ( হইয়া) অন্য নিদর্শনরূপে বাহির হইবে। ২২। তবে আমি তোমাকে স্বীয় মহা নিদর্শন সকল হইতে ( নিদর্শন ) প্রদর্শন করিব। ২৪ । তুমি ফেরওণের নিকটে চলিয়া যাও, নিশ্চয় সে অবাধ্যতাচরণ করিয়াছে। ২৫ । ( র, ১ ) সে বলিল “হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য আমার হৃদয়কে প্রশস্ত কর । ২৬ + এবং আমার জন্য আমার কার্যাকে সহজ কর। ২৭ + এবং আমার জিহ্বা হইতে গ্রন্থি উন্মুক্ত করঞ্চ । ২৮ +তাহা হইলে আমার কথা বুঝিতে পারিবে । ২৯। এবং আমার জন্য আমার পরিবার হইতে কোন সহকারী নিযুক্ত

  • এক দিন ফেরওণ মূসাকে বাল্যকালে ক্রোড়ে ধারণ করিয়াছিল, মুল ফের ওণের শ্মশ্র টানিয়া কিয়দংশ উৎপাটন করিয়া ফেলেন, তাহাতে ফের ও৭ ক্রোধান্ধ হইয়া জাহাকে বধ করিতে উদ্যত হয়। ফেরওণের পত্নী আসিয়া বিনয় করিয়া বলে এ নিতান্ত বালক ইহার কোন জ্ঞান নাই, উজ্জল মণি ও জলজ भ िदेशब्र बिको फूल, जडीव हेशहरू कथा कत्व । आनिबा डाशब्ब अम१ প্রদর্শন করিবার জন্য অগ্নিপূর্ণ এক ভাণ্ড ও মণিপূর্ণ এক পাত্র শিশু মুসার নিকটে ধারণ করে, শিশু বিধাভার প্রেরণায় মণিপাত্রের দিকে মনোযোগ না করিয়া একটি জলন্ত অঙ্গার উঠাইয়। লয় এবং তাহ জিহ্বায় অৰ্পণ করে, তাহাভে জিহ্বা দগ্ধ হওয়ায় তন্মধ্যে গ্রন্থি বসিয়া যায় । ভজন্য তিনি কথা স্পষ্ট উচ্চারণ করিতে পারিতেন না । এই স্থানে জিহ্বার স্বাভাবিক অবস্থা প্রাপ্তির জন্য প্রার্থনা করিলেন। (ভ, হে’, ) ༥༢་ཆ་