পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বয়া তাহা । ぐり)○ আছে মুসা, ইছা কি হইবে যে তুমি (যষ্টি) নিক্ষেপ করিবে, অথবা এই যে, প্রথম নিক্ষেপ করে সে আমরা হইব’ ? ৬৬ । সে বলিল “বরং তোমরা নিক্ষেপ কর ;” অনন্তর তাহাদের যষ্টি ও তাহাদের রজ, সকল তাহাদের ইন্দ্রজালে তাহার দিকে লক্ষ্য করিতেছিল যেন উছা দৌড়িতেছিল। ৬৭। অনন্তর মুসা আপন অস্তরে ভয় পাইল । ৬৮। আমি বলিলাম “তুমি ভয় করিও না, নিশ্চয় তুমি প্রবল। ৬৯ ৷ এবং তোমার দক্ষিণ হস্তে যাহা আছে তাহ নিক্ষেপ কর, তাহারা যাহা প্রস্তুত করিয়াছে তাহ গ্রাস করিবে, নিশ্চয় তাহারা যাহা নিৰ্ম্মাণ করিয়াছে তাহা ঐন্দ্রজালিক বঞ্চনা, এবং ঐন্দ্রজালিকগণ যে স্থানে যাইবে তথায় মুক্তি পাইবে না * । ৭০ । অনস্তর নমস্কারপূর্বক ঐন্দ্রজালিকগণ নিপতিত হইল, বলিল “আমরা হারুণ ও মুসার প্রতিপালকের প্রতি বিশ্বাসী হইলাম”। ৭১ ৷ সে বলিল “তোমাদিগকে আমার আদেশ করার পূর্বে তোমরা কি তাহাকে বিশ্বাস করিলে ? নিশ্চয় সে (মুসা ) তোমাদের প্রধান, যে তোমাদিগকে ইন্দ্রজাল শিক্ষা দিয়াছে, অনন্তর অবশ্য আমি

  • অর্থাৎ তোমার দক্ষিণ হস্তে যে যষ্টি আছে তাহ নিক্ষেপ কর, তাহাদের যষ্টি ও রঞ্জকে ভয় করিও না, তোমার ষষ্টি অজগররূপ ধারণ করিয়া সেই সমুদায়কে ভক্ষণ করিবে। অনস্তর মুস। তৎক্ষণাৎ হস্তস্থিত দণ্ড তুমিভলে নিক্ষেপ করিলেন, তখনই উহা প্রকাগু অজগর রূপ ধারণ করিয়া মুখবাদান পূৰ্ব্বক ঐন্দ্র জলিকদিগের সমুদায় ঐন্দ্রজালিক উপাদান গ্রাস করিল। ইহা দেখিয়া লোক সকল তয়ে পলায়ন করিতে লাগিল, কয়েক সহস্ৰ লোক ভিড়ের চাপে মারা পড়িল । পরে মুসা অজগরের পুচ্ছ ধারণ করিলেন, তৎক্ষণাৎ উহ। সেই যষ্টি হইল। ঐন্দ্র। জালিকগণ বুঝিতে পারিল যে ইহা ইন্দ্র জাল নহে, যেহেতু এক ইঞ্জ জাল অন্য ইহজালকে নষ্ট করে না। বরং ইহাতে ঐশীশক্তি ও মুসার অলৌকিকতার প্রকাশ । (ত, হে, )

ዓ (t