পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O(to কোরাণ শরিফ । শ্রোতা ও জ্ঞাত * { ৬২। এবং যদি তাহার। ( হে মোহম্মদ,) তোমাকে প্রতারণা করে তবে নিশ্চয় পরমেশ্বর তোমার উপকারক, তিনিই যিনি আপন আনুকূল্যদ্বারা ও'বিশ্বাসীদিগের দ্বার তোমার প্রতি বলবিধান করিয়াছেন । ৬৩ I + এবং তাহীদের পরম্পরের অন্তঃকরণে প্রীতি স্থাপন করিয়াছেন, ধরাতলে যাহাকিছু আছে যদি তুমি তৎসমগ্র ব্যয় করিতে তাহাদের পরস্পরের অন্তঃকরণে প্রীতি দান করিতে পারিতে না, কিন্তু ঈশ্বর তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন, নিশ্চয় তিনি পরাক্রান্ত ও বিজ্ঞাত। ণ ৬৪ । হে তত্ত্ববাহক, ঈশ্বর তোমার ও বিশ্বাসী দিগের যাহার তোমার অনুসরণ করিয়াছেন তাহাদের উপকারক । ৬৫ ৷ ( র ৮ ) হে সংবাদবাহক, তুমি বিশ্বাসীদিগকে সমরে প্রবৃত্তি দান কর, যদি তোমাদের জন্য বিশ জুন মহিষ্ণ, লোক থাকে তাহার দুই শত ব্যক্তির উপর জয়ী হবে, এবং যদি তোমাদের জন্য এক শত থাকে যাহার কাফের হইয়াছে তাহাদের সহস্রের উপর জয়ী হইবে, যেহেতু তাহারা (এমন) এক দল যে জ্ঞান রাখেন। ষ্ট্র

  • অর্থাৎ যদি তঃছার বিশ্বাসঘাতকতা করে, ঈশ্বর ভাছার প্রতি ফল দান করিবেন । ( ত, শ1, )

{ ওস ও খজরজ। এই দুষ্ট আরব জাতির মধ্যে এক শত বিশ বৎসর পর্য্যন্ত ভয়ানক শক্রতাও ছিংগা বিদ্বেষ ছিল, সৰ্ব্বদ। তাছার পরস্পর যুদ্ধ বিষাদ লুণ্ঠনে প্রবৃত্ত থাকিত। ঈশ্বর তোমার অনুরোধে (হে মোছম্মদ, ) তাহদের মনে প্রীতি স্থাপন করিয়াছেন । অর্থাৎ তাছার উভয় ৰিপক্ষ দল তোমার প্রতি অত্যাচার করিবার জমা প্রীতিস্থত্রে বন্ধ হইয়াছে । (ত, হে ) +

  1. इजब्रउ बनिनाएङ ठे°हिड एल्लेब्रl cम:नलमाननिशं८क गं*न कब्रिब्र