পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ぐり● কোরাণ শরিফ । সংগ্রাম করিয়াছে ঈশ্বরের নিকটে তাহদের সর্বের্বাচ্চপদ, এই তাহারাই পূর্ণ মনোরথ হইবে । ২১ । তাহাদেব প্রতিপালক তাহাদিগকে স্বীয় দয়া ও সন্তোষ বিষয়ে স্থসংবাদ দান করেন এবং তাহাদের জন্য যাহাতে নিত্য সম্পদ হয় এমন স্বগোদ্যান আছে । ২২ ৷ + তাহারা তথায় নিত্যকাল অবস্থিতি করিবে, নিশ্চয় ঈশ্বরের নিকটে মহা পুরস্কার । ২৩ । হে বিশ্বাসিগণ, তোমাদের পিতৃগণকে ও ভ্রাতৃগণকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না যদি তাহারা বিশ্বাসের অধিক বিদ্রোহিতাকে প্রেম করে এবং তোমাদের যে ব্যক্তি তাহাদিগকে ভালবাসে ( তাহদিগকেও বন্ধু করিও না, ) ইহারাই তাহারা যে অত্যাচারী। ২৪ । বল, ( হে মোহুম্মদ ) যদি তোমাদের পিতৃগণ তোমাদের পুত্র গণ, ও তোমাদের ভ্রাতৃগণ ও তোমাদের ভার্ষ্য সকল এবং তোমাদের কুটুম্বগণ এবং সম্পত্তি সকল যাহা তোমরা উপার্জন করিয়াছ এবং বাণিজ্য যাহার অপ্রচলনকে তোমরা ভয় কর, এ সকল যদি তোমাদের নিকটে ঈশ্বর ও র্তাহার প্রেরিতপুরুষ এবং ঈশ্বরের পথে সংগ্রাম অপেক্ষ। প্রিয়তর হয় তবে ঈশ্বর আপন আজ্ঞায় ( শাস্তি ) আনয়ন করা পর্য্যন্ত তোমর। প্রতীক্ষা কর, পরমেশ্বর দুরাচার দলকে পথ প্রদর্শন করেন না । ২৫ { র, ৩) সত্যই পরমেশ্বর বহুস্থানে তোমাদিগকে সাহায্য দান করিয়া ছেন এবং হোনিনের দিবসে যখন তোমাদের লোকাধিক্য তোমাদিগকে প্রফুল্ল করিয়াছিল তখন তোমাদিগ হইতে তিনি আধিক্যের কিছুই দূর করেন নাই, বিস্ততি সত্ত্বে ভূমিকে তোমাদের প্রতি সঙ্কীর্ণ করিয়াছিলেন, তৎপর তোমরা পৃষ্ঠভঙ্গ দিয়া প্রস্থান করিয়াছিলে, ৫ । ২৬ । অতঃপর ঈশ্বর তাহার প্রেরিত ங்_ _ யம்_.

  • ছোনিম, এক প্রাস্তরের নাম, উহ। তায়েফ ও মক্কার মধ্যস্থলে বিদ্যমান,