পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ কোরাণ শরিফ سولاوBR হারা পতিত আছে, এবং নিশ্চয় ধৰ্ম্মদ্রে হিগণকে নরক ঘেরিয়া আছে # । ৫১ ৷ কল্যাণ তোমাকে প্রাপ্ত হইলে তাহাদিগকে অসুখী করে ও বিপদ তোমাকে প্রাপ্ত হইলে তাহারা বলে “নিশ্চয় পূৰ্ব্বহইতে আমরা আমাদের কায গ্রহণ করিয়াছি;” এৰং তাছারা আনন্দে ফিরিয়া যায় ৫২ । তুমি বলিও, ঈশ্বর যাহা আমাদিগের জন্য লিপি করিয়াছেন কখন তাহt ভিন্ন আমাদের নিকটে উপস্থিত হয় না, তিনি আমাদের সহায়, অতএব বিশ্বাসিগণ ঈশ্বরের প্রতি নির্ভর করেন । ৫৩ ৷ তুমি বলিও, তোমরা দুই কল্যাণের একটি ব্যতীত আমাদের সম্বন্ধে প্রতীক্ষা করিতেছ না, ণ এবং আমরা তোমাদের সম্বন্ধে প্রতীক্ষা করিতেছি যে, ঈশ্বর আপনার নিকট হইতে অথবা আমাদের হস্তদ্বারা শাস্তি তোমাদের প্রতি প্রেরণ করেন, অপিচ তোমরা প্রতীক্ষা করিতে থাক আমরা ও তোমাদিগের সঙ্গে প্রতীক্ষাকারী ৫৪। তুমি বলিও, (হে কপটগণ) তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় দান করিতে থাক ঈশ্বর তোমাদিগ হইতে কখন গ্রহণ করিবেন না, নিশ্চয় তোমরা দুৰ্ব্বত্ত দল হও । ৫৫ তাহাদিগ হইতে তাহাদিগের দান গ্রহণ করিতে তাহাদিগকে ইহা ভিন্ন নিবারণ করে নাই যে তাহারা ঈশ্বরের প্রতি ও র্তাহার প্রেরিতপুরুষের প্রতি বিদ্রোহিত করিয়াছে ও তাহার। শৈথিল করিয়া ভিন্ন নমাজে

  • কিসের পুঞ্জ সয়িদ এক জন কপট লোক ছিল, সে ছলনা করিয়া হজরতকে ৰলিয়াছিল যে রোমীয় নারীগণ পরম। সুন্দরী, সেদেশে গেলে আমি ৰিপদে পড়িব, আমাকে বিদেশে ন যাইতে হয় এরূপ অনুমতি করুন, আমি অর্থদ্বার

সাঙ্গাঘা করিব । (ত, শ1, )

  • দুইটি কল্যাণের এক জয় লাভ করা দ্বিতীয় ধৰ্ম্মার্ধ নিহত হওয়া। (ভ, ছো)